আলিপুর (কলকাতা), 7 মে : ধেয়ে আসা ঘূর্ণিঝড় অশনি এ রাজ্যে কতটা প্রভাব ফেলবে (Cyclone Asnai Effect in Bengal) ? এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷ আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) তরফে এমনটাই জানানো হয়েছে ৷ ঘূর্ণিঝড় অশনির গতিপথের দিকে নজর রাখছে আবহাওয়া দফতর ৷ প্রশাসন ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের মোকাবিলার প্রস্তুতিতে জোর দিয়েছে ৷
হাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “গতকাল অর্থাৎ, শুক্রবার যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া আন্দামানের উপর বিরাজ করছে ৷ নিম্নচাপটি শক্তি আগের থেকে কিছুটা বাড়িয়েছে ৷ আগামী 6 ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ তার পরে ধীরে ধীরে আরও শক্তি বাড়বে এবং 8 মে রবিবার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ৷ ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর-পশ্চিম দিকে রয়েছে ৷ 10 মে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ তার পর খানিকটা বাক নিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছাকাছি থাকবে ৷’’
আরও পড়ুন : West Bengal Weather Update : 'অশনি' সংকেতে বাড়ছে দুশ্চিন্তা, মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি
তিনি এও জানিয়েছেন, 10 মে মঙ্গলবার সন্ধ্যায় ফের ঘূর্ণিঝড় অশনি নিজের অভিমুখ পরিবর্তন করবে ৷ অভিমুখ বদলে ওড়িশা উপকূলের দিকে এগোবে ৷ পরবর্তীকালে এর গতিপথ আবারও পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ আপাতত ঘূর্ণিঝড়ের অগ্রগতির দিকে নজর রাখা হচ্ছে ৷ সেইমত সতর্কতা জারি করা হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ 11-13 মে পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানান তিনি ৷
ঘূর্ণিঝড় অশনি’র প্রভাব কতটা ? জানতে করতে হবে অপেক্ষা আরও পড়ুন : Cyclone Asani : মে মাসেই কেন বারবার ঘূর্ণিঝড়ের দাপট ?
বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ এর ফলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ৷ আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ ফলে তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছেন তিনি ৷ তবে, ঘূর্ণিঝড়ের প্রভাব বঙ্গে কতটা পড়বে ? তা জানতে অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷