পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আগামী 3 দিনে বাড়বে তাপমাত্রা, সামনের সপ্তাহে ফের জাঁকিয়ে শীত - কলকাতার শীত

কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা। তবে শীতের দাপুটে ইনিংস অব্যাহত। শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ 12.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আগামী সপ্তাহে ঠান্ডা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

west bengal weather, temperature slightly rise in kolkata
সামনের সপ্তাহে ফের জাঁকিয়ে শীত

By

Published : Feb 4, 2021, 11:09 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি: ফের সামান্য বাড়ল কলকাতায় তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় 1 ডিগ্রি বেশি। আগামী 72 ঘণ্টায় তাপমাত্রার পারদ আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তাপমাত্রা বৃদ্ধি পেলেও এখনই রাজ্য থেকে শীত বিদায় নিচ্ছে না। আগামী সপ্তাহে থেকে ফের তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী সোমবার থেকে আবারও জাঁকিয়ে ইনিংস শুরু করতে চলেছে শীত।

আজ সকালে কলকাতার আকাশ মূলত পরিষ্কার রয়েছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 ও সর্বনিম্ন 44 শতাংশ রয়েছে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:হাত খুলে খেলছে শীত, জবুথবু রাজ্য

সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিম ও দার্জিলিঙে। সেইসঙ্গে তুষারপাতও হতে পারে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায়। এছাড়াও সপ্তাহের শেষে রাজ্যের কিছু কিছু জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জম্মু ও কাশ্মীরে ফের পশ্চিমী ঝঞ্ঝা আশায় থমকে গিয়েছে উত্তরের হাওয়া। উত্তুরে হাওয়ার দাপট কম হতেই বৃদ্ধি পেয়েছে তাপমাত্রার পারদ। এই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর-পশ্চিম ভারতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আবার শীতল হাওয়ার দাপট বাড়বে। সেই সঙ্গেই ফিরবে জাঁকিয়ে শীত।

ABOUT THE AUTHOR

...view details