কলকাতা, 2 এপ্রিল: এপ্রিলের শুরুতেই রেকর্ড গড়ল কলকাতার তাপমাত্রার পারদ । গত চার বছরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছল 39.4 ডিগ্রি সেলসিয়াসে । গত চার বছরের নিরিখে এই তাপমাত্রাই এই সময়ে সর্বোচ্চ । 2016 সালে এপ্রিলের গোড়ায় তাপমাত্রার পারদ পৌঁছেছিল 41.3 ডিগ্রি সেলসিয়াসে । এরপর গত চার বছর ধরে এই সময়কালে তাপমাত্রার পারদ 39 ডিগ্রি সেলসিয়াসের নীচেই ছিল । এ বছর এপ্রিল মাসের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি উপরে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আরও বাড়বে এপ্রিলে । তবে আশার কথা এই যে, বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 5 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস ৷ এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি উপরে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 92 শতাংশ । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় । অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।