কলকাতা, 24 ফেব্রুয়ারি: ফের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পং-এর বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হতে পারে । তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই । বরং দক্ষিণের জেলাগুলিতে ক্রমে বাড়বে তাপমাত্রার পারদ ।
কলকাতায় আজ সকালে হালকা কুয়াশার রেশ ছিল । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায় । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা আরও সামান্য বৃদ্ধি পাবে । কলকাতায় গত 24 ঘন্টায় তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94% সর্বনিম্ন 35 শতাংশ রয়েছে ।