কলকাতা, 11 অক্টোবর: এখনও পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা । তার উপর হঠাৎ ভ্যাপসা গরম । তাপমাত্রার তারতম্য এবং হালকা মাঝারি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন । হাওয়া অফিস বর্ষা শেষের খবরে সিলমোহর দেয়নি । বরং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলোয় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । যার জেরে ভূমিধসের সতর্কতাও জানিয়েছে তারা (IMD Kolkata Weather Update) ।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, "আজ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে । গতকাল সোমবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল । বুধবার থেকে আকাশ মেঘলা হবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে । উত্তরবঙ্গে আজ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিংয়ের দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারীবৃষ্টি হবে । সিকিমে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ এতে পাহাড়ে ভূমিধসের সম্ভাবনা রয়েই যাচ্ছে । পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে । কলকাতায় আজ ও আগামিকাল হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার কলকাতার তাপমাত্রা 34-35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । পরশু অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে ।"