পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Weather Update : নির্বাচনের উত্তাপেও শীতের আমেজ তিলোত্তমায়

আজ কলকাতা পৌরভোটের ফলাফল ঘোষণা ৷ আর রাজ্যজুড়ে শীতের আমেজ (West Bengal Weather Update) ৷

West Bengal
পারদের পতন অব্যাহত তিলোত্তমায়

By

Published : Dec 21, 2021, 7:55 AM IST

কলকাতা, 21 ডিসেম্বর :খাতায়-কলমে পৌষ-মাঘই বঙ্গে শীতের মাস ৷ এ বছর তা ভালই জানান দিচ্ছে আবহাওয়া ৷ পৌষের একেবারে গোড়া থেকেই একটু একটু করে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ ৷ আজ 5 পৌষেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াসে ৷ যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ তবে গতকালের তুলনায় খুব অল্প হলেও বেড়েছে তাপমাত্রা (West Bengal Weather Update) ৷

বছরের শেষ মাসের তৃতীয় সপ্তাহে পারদ যেভাবে নামছে, তাতে শীত যে উপভোগ্য হয়ে ধরা দেবে, তা বোঝাই যাচ্ছে । মঙ্গলবার শহর কলকাতা তাদের নাগরিক পরিষেবা কার হাতে তুলে দেবে, তা ঠিক হবে । শীতল দিনে তিলোত্তমায় নির্বাচনী ফলাফলের উষ্ণতা বহুদিন পর দেখবেন শহরবাসী ।

আরও পড়ুন:West Bengal Weather Update : শহরে পারদের পতন অব্যাহত

শহরের (Kolkata winter) সর্বোচ্চ তাপমাত্রা আজ 22.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম ৷ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস ৷ আজ দিনভর মহানগরীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 23 ডিগ্রি সেলসিয়াস ও 12 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে বলে আশা প্রকাশ করেছে হাওয়া অফিস ৷ তবে অন্যান্য জেলায় আরও জোরালো হবে শীতের কামড় ৷ হাড় কাঁপানো শীতে জবুথবু হবেন বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, মেদিনীপুরের, 24 পরগণার মানুষ ৷

আরও পড়ুন:Weather Update of West Bengal : 11 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ, পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতার আকাশ দিনভর পরিষ্কার থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88 শতাংশ এবং সর্বনিম্ন 34 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কোথাও বৃষ্টি হয়নি ৷ রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শীতের আমেজ তারিয়ে তারিয়ে উপভোগ করার সুযোগ রয়েছে শহরবাসীর কাছে ৷ আবহাওয়াবিদদের অনুমান, শীত তার মারকাটারি ব্যাটিং চালাবে গোটা ডিসেম্বর জুড়েই ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details