কলকাতা, 27 জুন : মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ ৷ মাঝেমধ্যেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে কলকাতা ও শহরতলিতে । এবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বজ্রপাতের আশঙ্কা রয়েছে একাধিক জেলায় । তাই সুরক্ষিত স্থানে থাকা জন্য পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 29 জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে । তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷
সোমবার থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । মঙ্গলবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ তবে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে । ফলে পাহাড়ি এলাকার ধসের আশঙ্কা করছে প্রশাসন ৷ সেই সঙ্গে নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে ৷ প্লাবিত হতে পারে নদী তীরবর্তী এলাকাগুলি । আজ অর্থাৎ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনায় আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷ সোমবার অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ওই 3 জেলায় ৷ ভারী বৃষ্টির সম্ভাবনায় দার্জিলিং এবং কালিম্পঙে হলুদ সর্তকতা জারি করা হয়েছে ৷
আরও পড়ুন : টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়