পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

10 বছরে শীতলতম ফেব্রুয়ারি, রাজ্যের 14 জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা - বাংলায় শৈত্যপ্রবাহ

কলকাতায় চালিয়ে খেলতে শুরু করল শীত। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 11.4 ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। কনকনে ঠান্ডা বুধবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

west bengal weather: cold wave warning in 14 districts
রাজ্যের 14 জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা

By

Published : Feb 1, 2021, 11:56 AM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 11.4 ডিগ্রি সেলসিয়াসে । যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম । আজ 2021 সালের শীতলতম দিন। গত 10 বছরের নিরিখে এবছর ফেব্রুয়ারি মাসে তাপমাত্রার রেকর্ড গড়ল।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে কনকনে শীতের পরিস্থিতি বজায় থাকবে। সেই সঙ্গেই রাজ্যের প্রায় 14টি জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কনকনে শীতের এই ইনিংস চলবে আগামী বুধবার পর্যন্ত। আগামী দু'দিন রাজ্যে এই পরিস্থিতি বজায় থাকবে। বুধবারের পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে।

আরও পড়ুন:শীতের লম্বা ইনিংসে কাঁপছে উত্তর থেকে দক্ষিণ

কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 46 শতাংশ। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 22 ও সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কুয়াশার সর্তকতা রয়েছে মালদা ও দিনাজপুর জেলায়। ঘন কুয়াশার দাপট থাকবে শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা ও মাঝারি কুয়াশা থাকবে সকালে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। বুধবার তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে জম্মু-কাশ্মীর এলাকায়। এর ফলে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে, বাড়বে তাপমাত্রা।

ABOUT THE AUTHOR

...view details