পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের 16 জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা

প্রবল ঠান্ডায় কাঁপছে বঙ্গ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের 16 জেলায় আগামী 24 ঘণ্টায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পাশাপাশি থাকবে ঘন কুয়াশার চাদর।

west bengal weather: cold wave warning for kolkata and other 15 districts
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের 16 জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা

By

Published : Feb 2, 2021, 12:54 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: আগামী 24 ঘণ্টায় কলকাতায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.9 ডিগ্রি সেলসিয়াস। এটাও স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। কনকনে শীতে কাঁপছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আগামী 24 ঘণ্টায় রাজ্যের 16 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। একাধিক জেলায় রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশার দাপটে কমবে দৃশ্যমানতা।

দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ার - উত্তরবঙ্গের এই 4 জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই এই জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহারে কুয়াশা থাকবে। সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙে।

আরও পড়ুন:10 বছরে শীতলতম ফেব্রুয়ারি, রাজ্যের 14 জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা

আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী 24 ঘণ্টায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে কলকাতায়। কলকাতায় মূলত আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 99% ও সর্বনিম্ন 38%। গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।

ABOUT THE AUTHOR

...view details