পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নারী নির্যাতন ও গার্হস্থ্য হিংসায় দেশে সবার উপরে পশ্চিমবঙ্গ

2018 সালে রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের 30,394 টি ঘটনা নথিভুক্ত হয়েছে । গার্হস্থ্য হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে 16,951 টি । পণের দায়ে 2018 সালে এই রাজ্যে খুন হয়েছে 356 জন । প্রতিটি ক্ষেত্রেই বাকি সব রাজ্যকে পিছনে ফেলেছে পশ্চিমবঙ্গ ।

NCRB
প্রতীকি ছবি

By

Published : Jan 10, 2020, 7:15 PM IST

কলকাতা, 10 জানুয়ারি : 2018 সালের নথিভুক্ত অপরাধের রিপোর্ট প্রকাশ করল ন্যাশানাল ক্রাইম রেকর্ড বিউরো । বছরের শুরুতেই মুখ পুড়ল রাজ্যের । রাজনৈতিক হত্যা থেকে শুরু করে নারী নির্যাতন । একাধিক অপরাধমূলক কাজে বাকি সব রাজ্যকে পিছনে ফেলেছে এই রাজ্য ।

2018 সালের হিসেব অনুযায়ী রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের 30,394 টি ঘটনা নথিভুক্ত হয়েছে । 2016 ও 2017 সালেও মহিলাদের উপর অত্যাচারের সংখ্যাটা দেশের মধ্যে বেশি ছিল পশ্চিমবঙ্গেই । দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা । 2018 সালে ওড়িশায় মহিলাদের উপর নির্যাতনের 20,274 টি মামলা নথিভুক্ত হয়েছে ।

পাশাপাশি গার্হস্থ্য হিংসার দিক থেকেও বাকি সব রাজ্যকে ছাপিয়ে গেছে পশ্চিমবঙ্গ । এই রাজ্যে 2018 সালে16,951 টি গার্হস্থ্য হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে । 2017-তে সংখ্যাটা ছিল 16,800 । পশ্চিমবঙ্গের ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে উত্তরপ্রদেশ । সেখানে গার্হস্থ্য হিংসার মামলা নথিভুক্ত হয়েছে 14,223 টি ।

পণের দায়ে 2018 সালে এই রাজ্যে খুন হয়েছে 356 জন । এক্ষেত্রেও বাকি সব রাজ্যকে পিছনে ফেলেছে পশ্চিমবঙ্গ । রাজনৈতিক খুনের নিরিখেও সবার প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গই । 12 টি রাজনৈতিক খুন হয়েছে শুধুমাত্র 2018 সালেই ।

ন্যাশানাল ক্রাইম রেকর্ড বিউরো 2018 সালের হিসেবে অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট 1933 টি খুনের ঘটনা নথিভুক্ত হয়েছিল । উত্তরপ্রদেশ (4018), বিহার (2934) ও মহারাষ্ট্রের (2199) পরেই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান ।

তবে 2017 সালের তুলনায় ভারতীয় দণ্ডবিধি ও বিশেষ স্থানীয় আইনের আওতায় 2018 সালে নথিভুক্ত মোট অপরাধের সংখ্যা কমেছে এই রাজ্যে । 2017 সালে মোট নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল 1 লাখ 95 হাজার 537 । 2018-তে সেটি কমে হয়েছে 1 লাখ 88 হাজার 63 ।

একনজরে দেখে নেওয়া যাক ন্যাশানাল ক্রাইম রেকর্ড বিউরোর 2018 সালের হিসেবে পশ্চিমবঙ্গে অপরাধমূলক কাজের পরিসংখ্যান ।

  • 2018 সালে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় খুনের ঘটনা ঘটেছে 1933 টি । 2017 তে সংখ্যাটি ছিল 2001 ।
  • 2017 সালে পণের জন্য এই রাজ্যে মারা গেছিল 499 জন । 2018 তে সংখ্যাটি কমে দাড়ায় 444 জনে ।
  • 326-এর A ধারায় অ্যাসিড হামলা ও 326-এর B ধারায় অ্যাসিড হামলার চেষ্টার ঘটনা 2017 সালে ঘটেছিল 73 টি । 2018 সালে তা কমে হয় 63 ।
  • 2017 সালে যৌন হেনস্থার ঘটনা নথিভুক্ত হয়েছিল 478 টি । 2018 সালে তা কমে আসে 419-এ ।
  • রিপোর্ট অনুযায়ী, 2018 সালে 1069 টি ধর্ষণ হয়েছিল রাজ্যে । 2017 সালে সংখ্যাটি ছিল 1084 ।
  • 2018 সালে অপহরণের ঘটনা ঘটেছিল 5191 টি । মানুষ পাচারের ঘটনা ঘটেছিল 49 টি ।
  • প্রণয়ঘটিত কারণে 2018 সালে খুন হয়েছিল 28 জন ।
  • 2018 সালে ধর্ষণ করে খুন করা হয়েছিল 6 জনকে ।
  • রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে 445 জন মহিলাকে ।
  • অ্যাসিড হামলার শিকার হয়েছে 36 জন মহিলা ।
  • মহিলার অপহরণের ঘটনা 2018 সালে নথিভুক্ত হয়েছিল 4249 টি ।
  • 2018 সালে সাইবার অপরাধের ঘটনা 335 টি নথিভুক্ত হয়েছিল ।
  • শিশুদের উপর অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছিল 6286 টি ।
  • তপশীলি জাতি ও উপজাতিদের উপর অপরাধের ঘটনা 2018 সালে ঘটেছিল 220 টি ।
  • তছরুপের ঘটনা 2018 সালে নথিভুক্ত হয়েছিল 9 টি ।
  • রিপোর্ট অনুযায়ী, শিশু নিখোঁজের ঘটনা মোট 16,027 টি নথিভুক্ত হয়েছিল 2018 সালে । আগের বছরে সংখ্যাটি ছিল 19,671 টি ।
  • বয়স্ক নাগরিকদের উপর অপরাধের ঘটনা 2018 সালে 245 টি নথিভুক্ত হয়েছিল ।
  • বিদেশি নাগরিকদের উপর অপরাধে মোট 6 টি ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে ।

ABOUT THE AUTHOR

...view details