কলকাতা, 10 জুন : রাজ্য সরকারের কর্মচারীদের সমস্যার কথা ভেবে দু'টি শিফটে অফিসে কাজের ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার । আজ এই মর্মে নির্দেশিকা জারি করল নবান্ন । সকাল 9.30 থেকে দুপুর 2.30 পর্যন্ত প্রথম শিফট চালু থাকবে । দ্বিতীয় শিফট চালু থাকবে দুপুর 12.30 থেকে বিকেল 5.30 পর্যন্ত। আগামীকাল থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম ।
পর্যাপ্ত পরিবহন পরিষেবা না থাকার কারণে কর্মস্থানে আসতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সরকারি কর্মচারীদের । শহরের রাস্তায় বাস এখনও পর্যাপ্ত নয় । সীমিত এই পরিবহন ব্যবস্থায় সামাজিক দূরত্ববিধি না মেনেই বিপজ্জনকভাবে আসতে বাধ্য হচ্ছেন বহু কর্মী । আর এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নির্দেশিকা জারি করেন ।