কলকাতা, 10 ডিসেম্বর : মানবাধিকারের প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা ইস্যুতে ফের রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর (West Bengal sets example of human rights violations said jagdeep Dhankhar) ৷ শুক্রবার মানবাধিকার দিবস উপলক্ষে এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল বলেন, "এরাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চরমে পৌঁছেছে ৷ এখানকার প্রশাসন ও আধিকারিকরা রাজনৈতিক কর্মীর মতো কাজ করছেন ৷ মানুষের মধ্যে ভয় এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁরা এই নিয়ে প্রকাশ্যে কথা বলতেও পারেন না ৷" টুইটারে নিজের এই ভিডিও বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কেও ট্য়াগ করেছেন রাজ্যপাল ৷
এদিন রাজ্যপাল আরও বলেন, "রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান ও আইনের শাসন মানছে না ৷ এখানে শাসকের শাসন চলছে, আইনের নয় ৷ রাজ্য সরকার ও প্রশাসনের উচিত আইন ও সংবিধান মেনে কাজ করা ৷ প্রশাসনের রাজনীতিকরণ হওয়া ঠিক নয় ৷"