কলকাতা, 3 অগস্ট: রাজ্য মন্ত্রিসভায় রদবদল। বুধের বিকেলেই শপথগ্রহণ হয়ে গিয়েছে নতুন মন্ত্রীদের। এবার পরিবর্তিত মন্ত্রিসভার (West Bengal reshuffled cabinet) পোর্টফোলিও প্রকাশ করল রাজ্য সরকার । নতুন মন্ত্রিসভার আপডেট অনুসারে নয়া পরিষদীয় মন্ত্রী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তার হাতে এতদিন কৃষির মতো গুরুত্বপূর্ণ দফতর ছিল। একইসঙ্গে বর্ষীয়ান মন্ত্রীকে পরিষদীয় দফতরের নতুন দায়িত্ব দেওয়া হল। একইভাবে রাজ্যের নতুন শিল্প ও বাণিজ্যমন্ত্রী হচ্ছেন শশী পাঁজা।
এতদিন তাঁর হাতে ছিল নারী শিশু সমাজকল্যাণ এবং সংযুক্তি দফতর। বাবুল সুপ্রিয় হচ্ছেন তথ্যপ্রযুক্তি এবং পর্যটন দফতরের মন্ত্রী। সদ্য মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত পার্থ চট্টোপাধ্যায়ের হাতে শিল্প দফতর ছাড়াও আরও দু’টি দফতর ছিল। যার মধ্যে তথ্য প্রযুক্তি এবং পরিষদীয় দফতর। যা ভাগ হয়ে গেল শশী পাঁজা, শোভনদেব চট্টোপাধ্যায় এবং মন্ত্রিসভায় নবাগত বাবুল সুপ্রিয়র মধ্যে। শশী পেলেন শিল্প ও বাণিজ্য। পরিষদীয় দফতর পেলেন অভিজ্ঞ মন্ত্রী শোভনদেব। তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স দফতর পেলেন বাবুল। নয়া সেচ মন্ত্রী হচ্ছেন পার্থ ভৌমিক। যা এতদিন ছিল মন্ত্রিসভা থেকে বিতাড়িত সৌমেন মহাপাত্রের হাতে ৷