পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Corona Update in Bengal : রাজ্যে সংক্রমণ হাজারের নিচে, মৃত্যু 28 - Bengal Corona Cases

গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 884 জন (Bengal Corona Cases) ৷ গতদিনের তুলনায় এদিন সামান্য বাড়ল সংক্রমণ ৷ মঙ্গলবার কোভিডে আক্রান্ত হন 736 জন ৷

Corona cases in bengal
রাজ্যে সংক্রমণ হাজারের নিচে

By

Published : Feb 9, 2022, 7:30 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : বুধবার রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 884 জন ৷ এদিন মৃত্যু হয়েছে 28 জনের (West Bengal Corona Update) ৷ গতকালের তুলনায় এদিন কমেছে মৃত্যুর সংখ্যা ৷ তবে সামান্য বাড়ল সংক্রামিতের সংখ্যা ৷ বুধবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 736 জন ৷ মৃত্যু হয়েছিল 32 জনের ৷

এদিনের 884টি সংক্রমণ নিয়ে এখনও অবধি পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হলেন 20 লক্ষ 8 হাজার 133 জন ৷ এদিন মৃত্যু হয়েছে 28 জনের ৷ সংখ্যাটি গতকালের তুলনায় 4 কম ৷ এদিন দক্ষিণ 24 পরগনা এবং জলপাইগুড়িতে 4 জন করে, কলকাতা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দার্জিলিংয়ে 3 জন করে, পশ্চিম মেদিনীপুরে 2 জন এবং আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও উত্তর 24 পরগনায় 1 জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷ এখনও অবধি এরাজ্যে মৃত্যু হয়েছে 20 হাজার 912 জনের ৷ এই মুহূর্তে এখানে সক্রিয় রোগীর সংখ্যা 15 হাজার 395 ৷

বুধবার নমুনা পরীক্ষা হয়েছে 46 হাজার 836 ৷ এদিন অবধি মোট 2 কোটি 35 লক্ষ 97 হাজার 58টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ এদিনও রাজ্যে সংক্রমণের হার 2 শতাংশের নিচে রয়েছে ৷ বুধবার পশ্চিমবঙ্গে সংক্রমণের হার 1.89 শতাংশ, সুস্থতার হার 98.19 শতাংশ এবং মৃত্যুর হার রয়েছে 1.04 শতাংশ ৷

এদিন অবধি বঙ্গে মোট 6 লক্ষ 20 হাজার 327 জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ তার মধ্যে একটি ডোজ হয়েছে এমন মানুষের সংখ্যা 6 কোটি 92 লক্ষ 65 হাজার 497 ৷ দু'টি ডোজই হয়ে গিয়ে এমন রাজ্যবাসীর সংখ্যা 5 কোটি 30 লক্ষ 43 হাজার 950 ৷

আরও পড়ুন : Corona Update in India : সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, একদিনে মৃত্যু হাজার পার

ABOUT THE AUTHOR

...view details