পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Corona Update in Bengal : সংক্রমণ প্রায় 5 হাজার, গত 24 ঘণ্টায় মৃত 34 - West Bengal reports 4969 new COVID cases in last 24 hours

গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 4 হাজার 969 জন (Corona Infection in West Bengal) ৷ কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 34 জনের ৷ কলকাতায় মৃত্যু হয়েছে 6 জনের ( 7 Died of Corona in Kolkata)৷

Corona cases in West Bengal
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ

By

Published : Jan 26, 2022, 8:10 PM IST

Updated : Jan 26, 2022, 8:35 PM IST

কলকাতা, 26 জানুয়ারি : বুধবার রাজ্যে করোনা সংক্রমণের হার সামান্য বেড়ে হল 7.32 শতাংশ ৷ মঙ্গলবার এই সংক্রমণের হার ছিল 7.12 শতাংশ ৷ পাশাপাশি সামান্য বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও ৷ এদিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 4 হাজার 969 জন ৷ আগের দিন যা ছিল 4 হাজার 494 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 654 জন ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 34 জনের (Died of Corona in Bengal)৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 20 হাজার 445 জনের ৷

করোনা আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় দক্ষিণ 24 পরগনায় 7 জনের মৃত্যু হয়েছে ৷ কলকাতায় মৃত্যু হয়েছে 6 জনের ( 7 Died of Corona in Kolkata)৷ জলপাইগুড়িতেও প্রাণ হারিয়েছেন 7 জন ৷ উল্লেখযোগ্যভাবে মৃত্যু কমেছে দক্ষিণ 24 পরগনায় ৷ গত 24 ঘণ্টায় এই জেলায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ যে সংখ্যাটা গতদিন ছিল 7 ৷ হাওড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম প্রত্যেক জেলায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দার্জিলিংয়ে 1 জন করে প্রাণ হারিয়েছেন ৷

রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে হয়েছে 19 লাখ 79 হাজার 254 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 17 হাজার 734 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 18 লাখ 91 হাজার 440 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 67 হাজার 369 জন ৷

আজ 67 হাজার 862 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 29 লাখ 62 হাজার 130 ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 75 হাজার 49 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 5 লাখ 5 হাজার 677 জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 87 লাখ 58 হাজার 764 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 4 কোটি 88 লাখ 36 হাজার 608 জন ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে করোনা সংক্রমণের হার 7 শতাংশের ঘরে, চব্বিশ ঘণ্টায় মৃত 36

Last Updated : Jan 26, 2022, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details