কলকাতা, 30 নভেম্বর : রাজ্যে কমছে কোরোনা আক্রান্তের সংখ্যা । 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 2 হাজার 671 জন ৷ মৃত্যু হয়েছে 48 জনের ৷ গতকাল রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 3 হাজার 367 এবং মৃতের সংখ্যা ছিল 54 ।
রাজ্যে এই নিয়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4 লাখ 83 হাজার 484 । মোট মৃত্যু হয়েছে 8 হাজার 424 জনের । অন্যদিকে বাড়ছে সুস্থের সংখ্যা । রাজ্যে সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে 93.23% ৷ যদিও শেষ 24 ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা কমেছে । গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 2 হাজার 730 জন ৷ গতকাল সুস্থের সংখ্যা ছিল 3 হাজার 445 জন । এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4 লাখ 50 হাজার 762 জন ৷ রাজ্যে বর্তমানে 24 হাজার 298 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৷