পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Corona Update in Bengal : বাংলায় করোনার বাড়বাড়ন্ত, সংক্রমণ ছাড়াল 18 হাজার - Rising COVID cases in West Bengal

শুক্রবার রাজ্যে সংক্রমণের সংখ্যা দাঁড়াল 18 হাজার 213 (COVID cases increasing in Bengal) ৷ এদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 18 জনের ৷

COVID surge in Bengal
বঙ্গে সংক্রমণ ছাড়াল 18 হাজার

By

Published : Jan 7, 2022, 8:36 PM IST

কলকাতা, 7 জানুয়ারি : বাংলায় করোনার ঊর্ধ্বগতি অব্যাহত ৷ শুক্রবার সংক্রমণ ছাড়িয়েছে 18 হাজার ৷ এদিন গোটা রাজ্যে মোট 18 হাজার 213 জন কোভিডে সংক্রামিত হয়েছেন (Rising COVID cases in West Bengal) ৷ গতকাল এই সংখ্যাটি ছিল 15 হাজার 421 ৷ এদিন মৃত্যুর সংখ্যা 18 ৷ বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয়েছে 19 জনের ৷

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 18 হাজার 213 জন ৷ শহর কলকাতায় দিন কে দিন বাড়ছে সংক্রামিতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় তিলোত্তমায় নতুন করে আক্রান্ত হয়েছেন 7 হাজার 484 জন আর মৃত্যু হয়েছে 7 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 6 হাজার 569 জন ৷ শুক্রবার রাজ্যে নমুনা পরীক্ষাও বেড়েছে ৷ মোট 69 হাজার 158টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ এদিন সংক্রমণের হার রয়েছে 26.34 শতাংশ ৷ বৃহস্পতিবার সংক্রমণের হার ছিল 24.72 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 18 জনের ৷ আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল 19 ৷ এদিন কলকাতায় 7 জন ছাড়াও উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 3 জনের ৷ পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায় মৃত্যু হয়েছে 2 জন করে ৷ একই সঙ্গে 1 জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে ৷

7 জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সংক্রমণ 17 লক্ষ 11 হাজার 957 এবং মৃত্যু 19 হাজার 864 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 7 হাজার 912 জন ৷ এখনও পর্যন্ত বঙ্গে করোনামুক্তের মোট সংখ্যা 16 লক্ষ 40 হাজার 709 জন ৷ শুক্রবার রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা রয়েছে 51 হাজার 384 ৷ এদিন বঙ্গে সুস্থতার হার 95.84 এবং মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.16 শতাংশ ৷

আরও পড়ুন : High Court On Gangasagar Mela : নজরদারিতে তিন সদস্যের কমিটি, শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details