কলকাতা, 6 জানুয়ারি : গোটা দেশের মতো বাংলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ (Rising COVID cases in West Bengal) ৷ গতকাল যা 14 হাজারের ঘরে ছিল বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়াল 15 হাজার 421 ৷ গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 19 জনের ৷
পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়ালেও মুখ্যমন্ত্রী এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হতে অনুরোধ জানান ৷ তিনি মাস্ক-গ্লাভসের ব্যবহার এবং সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন বারংবার ৷ ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে কনটেনমেন্ট জোনের সংখ্যাও বাড়িয়ে করা হয়েছে 404টি ৷
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 15 হাজার 421 জন ৷ শহর কলকাতায় গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 6 হাজার 569 জন ৷ গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে 62 হাজার 413 জনের ৷ বৃহস্পতিবার সংক্রমণের হার রয়েছে 24.72 শতাংশ, গতকাল যা ছিল 23.17 শতাংশ ৷