কলকাতা, 25 সেপ্টেম্বর: রাজ্যে পুজোর আগে ডেঙ্গির প্রকোপ বেড়েই চলেছে ৷ শনিবারও 635টি ডেঙ্গি আক্রান্তের রিপোর্ট সামনে এসেছে (West Bengal Reported 635 New Dengue Cases) ৷ রাজ্যের স্বাস্থ্য দফতর সেই রিপোর্ট প্রকাশ করেছে ৷ আর এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার ৷ তবে, আশার বিষয় এটাই যে, এ দিনও ডেঙ্গিতে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি ৷ গত দু’মাসে এখনও পর্যন্ত 16 জনের মশাবাহিত এই রোগে 16 জনের মৃত্যু হয়েছে ৷
প্রায় রোজই ছ’শোর বেশি মানুষ রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন ৷ কলকাতা ও তার সংলগ্ন এলাকায় ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি ৷ গতকাল কলকাতা পৌরনিগমে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরের ডেঙ্গির পরিস্থিতি উদ্বেগজনক ৷ কিন্তু, শুক্রবারই ডেপুটি মেয়র অতীন ঘোষ ঠিক উলটো কথা বলেছিলেন ৷ তিনি জানিয়েছিলেন, কলকাতার যে সব এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়েছিল তা নিয়ন্ত্রণে আনা গিয়েছে ৷ মেয়র ও ডেপুটি মেয়রের দু’রকমের মন্তব্যে স্বাভাবিকভাবেই ধোঁয়াশার তৈরি হয়েছে ৷