পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Corona Update : দৈনিক সংক্রমণ সাতশোর উপরই, সক্রিয় রোগী 8 হাজারের কম

দৈনিক সংক্রমণে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে কলকাতা ও উত্তর 24 পরগনা ৷ এই দুই জেলায় দৈনিক সংক্রমণ একশোর উপরে থাকছে ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন 127 জন ৷ সেখানে উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 121 ৷

West Bengal Corona Update
দৈনিক সংক্রমণ সাতশোর উপরই, সক্রিয় রোগী 8 হাজারের কম

By

Published : Sep 18, 2021, 8:52 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : রাজ্যে দৈনিক সংক্রমণ সাতশোর উপরেই রইল ৷ সামান্য বাড়লও ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 728 জন ৷ আগের দিন যা ছিল 719 ৷ সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি দৈনিক মৃতের সংখ্যাও বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 9 জনের ৷

আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 61 হাজার 14 জন ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 757 জন ৷ সবমিলিয়ে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 34 হাজার 406 জন ৷ সক্রিয় রোগীর সংখ্যাও 8 হাজারের নিচে নামল ৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 967 ৷ গতকাল সক্রিয় রোগীর সংখ্যা ছিল 8 হাজার 8 ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 641 জনের ৷

আজ 38 হাজার 126 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 76 লাখ 99 হাজার 502 ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 2 লাখ 49 হাজার 452 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 1 লাখ 55 হাজার 472 জন ৷ সবমিলিয়ে রাজ্যে মোট 3 কোটি 49 লাখ 58 হাজার 387 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 1 কোটি 43 লাখ 22 হাজার 802 জন ৷

এই সংক্রান্ত খবর : 1 অক্টোবর থেকে খুলছে সুন্দরবন, কোভিডবিধি মানতে হবে পর্যটকদের

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় কলকাতায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ উত্তর 24 পরগনা ও দার্জিলিংয়ে 2 জন করে মারা গিয়েছেন ৷ আর কালিম্পং, নদিয়া, হাওড়া, হুগলি ও দক্ষিণ 24 পরগনায় এক জন করে মারা গিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details