পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Corona Update : পাঁচশোর ঘরেই রাজ্যের দৈনিক সংক্রমণ, শীর্ষে কলকাতা - করোনা সংক্রমণ

সোমবার 63 হাজার 898 জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে 34 হাজার 681 জনকে ৷

s
s

By

Published : Aug 23, 2021, 7:38 PM IST

কলকাতা, 21 অগস্ট : গত দু'দিনের মতোই ফের কিছুটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 510 জন ৷ কমল মৃত্যুর সংখ্যাও ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 7 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 9 জনের ৷

গত সপ্তাহে বাড়ার পর গত দু'দিনে কমেছে রাজ্যের দৈনিক সংক্রমণ ৷ গতকাল সংক্রমিতের সংখ্যা পাঁচশোর (561) ঘরে ছিল ৷ আজ তা আরও খানিক কমল ৷ তবে গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষাও হয়েছে কম ৷ রাজ্যে এখনও অবধি করোনা আক্রান্ত 15 লাখ 43 হাজার 496 ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 628 জন ৷ সবমিলিয়ে সেরে উঠেছেন 15 লাখ 15 হাজার 789 জন ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 9 হাজার 336 ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 371 জনের ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে 27 হাজার 159টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 66 লাখ 89 হাজার 293 ৷ আজ 63 হাজার 898 জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে 34 হাজার 681 জনকে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 2 কোটি 62 লাখ 62 হাজার 305 জনকে প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় পেয়েছে 99 লাখ 15 হাজার 339 জন ৷

আরও পড়ুন: Corona in India : একদিনে সংক্রমণ কমে 25 হাজারে, সামান্য কমল মৃত্যু

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত কলকাতায় ৷ এই জেলায় আক্রান্তের সংখ্যা 77 ৷ সবচেয়ে কম আক্রান্ত মালদা ও বীরভূমে ৷ দুই জেলায় গত 24 ঘণ্টায় একজন করে আক্রান্ত হয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details