কলকাতা, 16 অগস্ট : রাজ্যে আরও কমল দৈনিক সংমক্রমণ ৷ নেমে এল পাঁচশোর ঘরে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত 502 জন ৷ কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 12 জনের ৷
গত কয়েক দিনে রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফে উত্থানপতন চলছে ৷ 11 তারিখের (সংক্রমিত 700 জন) পর 12 তারিখে সংক্রমণ বেড়ে হয় 747 ৷ এরপর দৈনিক আক্রান্তের সংখ্যা কমে সাতশোর ঘরে থমকায় ৷ গতকাল তা সাতশোর নিচে নেমে হয় 673 ৷ আজ এক ধাক্কায় পাঁচশোর (502) ঘরে নামল সংক্রমণ ৷ সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 39 হাজার 65 ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 691 জন ৷ সবমিলিয়ে সেরে উঠেছেন 15 লাখ 10 হাজার 921 জন ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 9 হাজার 832 ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 312 জনের ৷