কলকাতা, 25 জানুয়ারি : রাজ্যে আরও কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ও সংক্রমণের হার ৷ করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে যে দ্রুত গতিতে বাড়তে শুরু করেছিল সংক্রমণ, বর্তমানে ঠিক তত দ্রুতই তা ফের নামতে শুরু করেছে ৷ আশা জাগিয়ে মঙ্গলবার রাজ্যে করোনা সংক্রমণের হার কমে হল 7.12 শতাংশ ৷ সোমবার এই সংক্রমণের হার ছিল 8.84 শতাংশ ৷ পাশাপাশি কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও ৷ এদিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 4 হাজার 494 জন ৷ আগের দিন যা ছিল 4 হাজার 546 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 591 জন ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 36 জনের (Died of Corona in Bengal) ৷
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 20 হাজার 411 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে হয়েছে 19 লাখ 74 হাজার 285 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 18 হাজার 825 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 18 লাখ 73 হাজার 706 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 80 হাজার 168 জন ৷