পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Corona Update in Bengal : এক সপ্তাহ পর রাজ্যে কমল সংক্রমণের হার, অ্যাক্টিভ কেস 1 লক্ষ পার - Died of Corona in Bengal

রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 19 জনের (Died of Corona in Bengal) ৷

Corona Update in Bengal
রাজ্যে বাড়ল করোনায় মৃতের সংখ্যা

By

Published : Jan 11, 2022, 7:10 PM IST

Updated : Jan 11, 2022, 7:41 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 21 হাজার 98 জন ৷ আগের দিন যা ছিল 19 হাজার 286 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 6 হাজার 565 জন ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 19 জনের (Died of Corona in Bengal) ৷ এদিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী বাংলায় কোভিড সংক্রমণের হার কমে হয়েছে 32.35 শতাংশ ৷ সোমবার যা ছিল 37.32 শতাংশ ৷

তথ্য বলছে, এক সপ্তাহ পর কমল রাজ্যের করোনা সংক্রমণের হার ৷ 4 জানুয়ারি রাজ্যে করোনা সংক্রমণের হার ছিল 18.96 শতাংশ, তারপর থেকে প্রতিদিন তা বাড়তে বাড়তে সোমবার পৌঁছেছিল 37.32 শতাংশে ৷ মঙ্গলবার তা কমল ৷ এর আগে অবশ্য গত 29 জানুয়ারি 2.84 শতাংশ থেকে এই হার বৃদ্ধি পেয়ে গত 3 জানুয়ারি 19.59 শতাংশে পৌঁছেছিল ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 19 হাজার 936 জনের ৷ করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় কলকাতায় প্রাণ হারিয়েছেন 6 জন ৷ উত্তর 24 পরগনাতে প্রাণ হারিয়েছেন 5 জন ৷ দক্ষিণ 24 পরগনা ও হাওড়াতে 3 জন করে প্রাণ হারিয়েছেন ৷ নদিয়াতে মৃত্যু হয়েছে 1 জনের ৷

আরও পড়ুন : দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 17 লাখ 95 হাজার 430 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 8 হাজার 37 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 16 লাখ 73 হাজার 258 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 লক্ষ 2 হাজার 236 জন ৷ আজ 65 হাজার 210 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 19 লাখ 91 হাজার 90 ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 3 লক্ষ 81 হাজার 985 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 5 লক্ষ 62 হাজার 330 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 67 লাখ 82 হাজার 927 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 4 কোটি 29 লাখ 81 হাজার 914 জন ৷

Last Updated : Jan 11, 2022, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details