কলকাতা, 23 জুলাই: রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও 7 জন ৷ শনিবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত রিপোর্টে এই তথ্য উঠে এসেছে ৷ তবে রাজ্যে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ ৷ পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্য করোনা আক্রান্ত হয়েছেন 1 হাজার 844 জন ৷ শুক্রবার এই সংখ্যা ছিল 2 হাজার 237 জন ৷ রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণের হার দাঁড়িয়েছে 12.64 শতাংশ (Covid Positivity rate in Bengal) ৷
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 314 জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 83 হাজার 572 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 3 হাজার 168 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 20 লাখ 36 হাজার 862 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে 14 হাজার 588 জনের ৷