পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Corona Update in Bengal: পুজোর শুরুতে শঙ্কা ! একদিনে রাজ্যে করোনায় মৃত 3 - একদিনে করোনায় প্রাণ গেল 3 জনের

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 3 জন (3 died in corona in Bengal) ৷ আক্রান্ত হয়েছেন আরও 141 জন (Corona Update in Bengal) ৷

corona west bengal today
ETV Bharat

By

Published : Sep 26, 2022, 10:04 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: রাজ্যে করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় প্রাণ হারিয়েছেন 3 জন ৷ সোমবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য দেওয়া হয়েছে ৷

রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 141 জন ৷ দৈনিক কোভিড সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে 3.44 শতাংশ (Corona Positivity Rate) ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 499 জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 21 লাখ 13 হাজার 387 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 216 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 20 লাখ 88 হাজার 843 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে 4 হাজার 103 জনের ৷

আরও পড়ুন: পুজোয় সক্রিয় ঘূর্ণাবর্ত, বিক্ষিপ্ত বৃষ্টিতে আনন্দ মাটি হওয়ার আশঙ্কা

রাজ্যে আরও 961 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 7 কোটি 3 লাখ 13 হাজার 158 জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 6 কোটি 48 লাখ 78 হাজার 933 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 1 কোটি 49 লাখ 80 হাজার 701 জন ৷

ABOUT THE AUTHOR

...view details