পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Corona Update in Bengal: রাজ্যে অনেকটাই কমল করোনা সংক্রমণের হার, তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যু - west bengal registers 1232 new covid cases in last 24 hours

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 334 জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 87 হাজার 715 ৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে 13 হাজার 616 জনের ৷

west bengal corona news
রাজ্যের করোনা পরিস্থিতি

By

Published : Jul 26, 2022, 8:55 PM IST

কলকাতা, 26 জুলাই: রাজ্যে আরও নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 1 হাজার 232 জন ৷ দৈনিক কোভিড সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে 9.05 শতাংশ (Corona Positivity Rate) ৷ তবে গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 7 জনের ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 334 জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 87 হাজার 715 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 2 হাজার 595 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 20 লাখ 45 হাজার 94 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে 13 হাজার 616 জনের ৷

আরও পড়ুন:আরেকটু স্বস্তি, দেশে দৈনিক করোনা সংক্রমণ কমে 14 হাজারের ঘরে

রাজ্যে আরও 4 লক্ষ 32 হাজার 999 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 7 কোটি 28 লাখ 31 হাজার 110 জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 6 কোটি 42 লাখ 23 হাজার 792 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 76 লাখ 34 হাজার 790 জন ৷

ABOUT THE AUTHOR

...view details