কলকাতা, 18 জুলাই : সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে 30 জুলাই অবধি লাগু রয়েছে বিধিনিষেধ ৷ যদিও নিয়ম ভাঙার ছবি দেখা যাচ্ছে রাজ্যের সর্বত্র ৷ কেন্দ্রীয় সরকারের একটি সাম্প্রতিক রিপোর্ট জানিয়েছে, গত কয়েক মাসে মাস্ক ব্যবহার করছেন না দেশের প্রায় 74 শতাংশ মানুষ ৷ এমন পরিস্থিতিতে ফের কিছুটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 801 জন । গতকাল দৈনিক সংক্রমণ ছিল 899 । তবে সামান্য বাড়ল মৃত্যু । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 11 জনের । গতকাল সংখ্যাটা ছিল 8 ।
রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 18 হাজার 181 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 17 হাজার 999 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 1 হাজার 12 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.56 শতাংশ । বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 92 এবং উত্তর 24 পরগনায় 72 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মালদা ও পুরুলিয়ায় ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত যথাক্রমে 2 ও 3 জন ৷