পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্য়ে কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 18 হাজার 181 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 17 হাজার 999 জনের ।

s
s

By

Published : Jul 18, 2021, 7:24 PM IST

Updated : Jul 18, 2021, 9:15 PM IST

কলকাতা, 18 জুলাই : সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে 30 জুলাই অবধি লাগু রয়েছে বিধিনিষেধ ৷ যদিও নিয়ম ভাঙার ছবি দেখা যাচ্ছে রাজ্যের সর্বত্র ৷ কেন্দ্রীয় সরকারের একটি সাম্প্রতিক রিপোর্ট জানিয়েছে, গত কয়েক মাসে মাস্ক ব্যবহার করছেন না দেশের প্রায় 74 শতাংশ মানুষ ৷ এমন পরিস্থিতিতে ফের কিছুটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 801 জন । গতকাল দৈনিক সংক্রমণ ছিল 899 । তবে সামান্য বাড়ল মৃত্যু । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 11 জনের । গতকাল সংখ্যাটা ছিল 8 ।

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 18 হাজার 181 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 17 হাজার 999 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 1 হাজার 12 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.56 শতাংশ । বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 92 এবং উত্তর 24 পরগনায় 72 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মালদা ও পুরুলিয়ায় ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত যথাক্রমে 2 ও 3 জন ৷

আরও পড়ুন: Night Curfew in West Bengal : তৃতীয় ধাক্কার আগেই নাইট কার্ফু নিয়ে কঠোর রাজ্য প্রশাসন

30 জুলাই পর্যন্ত বাড়ানো রাজ্যের বিধিনিষেধে নতুন করে শিথিল করা হয়েছে বেশ কিছু নিয়ম । আগেই রাস্তায় নেমেছিল বাস । 50 শতাংশ গ্রাহকদের নিয়ে খোলা হয়েছিল জিম, পার্লার, সেলুন । সবজি ও মাছের দোকানও খোলা ছিল সকাল 6 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত । অন্যান্য দোকান খোলা রাখা হচ্ছিল সকাল 11 টা থেকে রাত 8 টা পর্যন্ত । তবে লোকাল ট্রেন ও মেট্রো রেল পরিষেবা বন্ধ ছিল ৷ গত 16 জুলাই থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে সপ্তাহে পাঁচদিন মেট্রো পরিষেবা শুরু হয়েছে রাজ্যে ৷ পাশাপাশি 50 শতাংশ কর্মী ও গ্রাহক নিয়ে খোলা থাকছে শপিং মল ৷

Last Updated : Jul 18, 2021, 9:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details