পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Corona Update : ফের বাড়ল সংক্রমণ, মৃত্যু কমে 6 - করোনা

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 20 হাজার 468 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 27 জনের ।

s
s

By

Published : Jul 21, 2021, 8:23 PM IST

কলকাতা, 21 জুলাই : লাগু রয়েছে বিধিনিষেধ ৷ এর মধ্যে সোমবার এক ধাক্কায় অনেকটা কমেছিল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ কিন্তু গতকাল থেকে নমুনা পরীক্ষা বাড়তেই বাড়ে সংক্রমণও ৷ এদিন আরও বাড়ল সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 869 জন । গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যাটা ছিল 752 । তবে ক্রমশ কমছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 6 জনের । গতকাল সংখ্যাটা ছিল 10 ।

রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 20 হাজার 468 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 27 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 981 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.60 শতাংশ । মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 68 এবং উত্তর 24 পরগনায় 91 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে বীরভূমে ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 4 জন করে ৷

আরও পড়ুন: ভারতে করোনায় মৃত্যু সরকারি হিসেবের চেয়ে 10 গুণ বেশি, দাবি সমীক্ষায়

রাজ্যে 30 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে বিধিনিষেধ ৷ তবে, নতুন করে শিথিল করা হয়েছে বেশ কিছু নিয়ম । তবে, পর্যাটকদের ভিড় ঠেকাতে দিঘা, বকখালির মতো সমুদ্র সৈকতে তৎপর হয়েছে প্রশাসন ৷ সব মিলেয়ে বিধিনিষেধের ফল মিলছে বলেই মত বিশেষজ্ঞদের ৷

ABOUT THE AUTHOR

...view details