কলকাতা, 4 অগস্ট : সামান্য বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 826 জন । গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যাটা ছিল 729 । বাড়ল মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 10 জনের । গতকাল সংখ্যাটা ছিল 9 ।
রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 30 হাজার 850 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 180 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 838 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.57 শতাংশ । সোমবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 77 এবং উত্তর 24 পরগনায় 116 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মুর্শিদাবাদে ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে মাত্র 1 জন ৷