পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Covid Cases : সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু বেড়ে 8

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 819 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.82 শতাংশ ।

s
s

By

Published : Jul 31, 2021, 7:30 PM IST

কলকাতা, 31 জুলাই : সামান্য বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 769 জন । গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যাটা ছিল 711 । বাড়ল মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 8 জনের । গতকাল সংখ্যাটা ছিল 5 । রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 28 হাজার 19 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 136 জনের ।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ । এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 819 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.82 শতাংশ । শুক্রবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 75 এবং উত্তর 24 পরগনায় 89 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মালদায় ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন মাত্র 2 জন ৷

আরও পড়ুন: Covid Restriction : লোকাল ট্রেন বন্ধ রেখেই বঙ্গে করোনা-বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি

রাজ্যে নতুন করে 15 অগাস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়েছে ৷ ফের কিছুটা শিথিল করা হয়েছে নিয়ম । 50 শতাংশ উপস্থিতি নিয়ে সরকারি কর্মসূচি পালন করা যাবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ৷ সোম থেকে শুক্র 50 শতাংশ যাত্রী মেট্রো চলবে ৷ 50 শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা যাবে ৷ তবে লোকাল ট্রেন চালানোর নির্দেশিকা জারি হয়নি নয়া বিধিনিষেধে ৷ যদিও সব মিলিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণেই রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details