পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Primary TET Result : প্রাথমিক টেটের ফল প্রকাশ, পাস প্রায় 10 হাজার পরীক্ষার্থী

2021-এর জানুয়ারি মাসে প্রাথমিকের টেট অনুষ্ঠিত হয় ৷ সোমবার তার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (west bengal primary tet result published) ৷

west bengal primary tet result published
Primary TET Result : প্রাথমিক টেটের ফল প্রকাশ, পাস প্রায় 10 হাজার পরীক্ষার্থী

By

Published : Jan 10, 2022, 6:10 PM IST

কলকাতা, 10 জানুয়ারি : প্রকাশিত হল প্রাথমিকের টেটের ফলাফল । 2021 সালের জানুয়ারি মাসে যাঁরা প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য টেট দিয়েছিলেন, তাঁদের ফল সোমবার প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (west bengal primary tet result published) ৷

এবার মোট পরীক্ষার্থী ছিলেন 2 লক্ষ 89 হাজার 344 জন । পরীক্ষায় বসেন 1 লক্ষ 89 হাজার 814 জন । পরীক্ষায় পাস করেছেন 9 হাজার 896 জন ।

wbbpe.org ও wbbprimaryeducation.org - এই দুটি ওয়েবসাইটে নিজের রোল নম্বর ও জন্মের তারিখ দিলে দেখতে পাওয়া যাবে ফলাফল ।

বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, ‘‘সব ধরনের স্বচ্ছতা ও বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ফলাফল প্রকাশ করা হয়েছে । মুখ্যমন্ত্রী চান যাতে প্রতি বছরই টেট পরীক্ষা হয় এবং নিয়োগ করা হয় ।’’

আরও পড়ুন :Primary TET Agitation : গণআত্মহত্যার হুমকি, ঝাঁটা-ঝুড়ি নিয়ে বিক্ষোভে টেট উত্তীর্ণ প্রার্থীরা

তিনি জানান, কেন্দ্রীয় সরকারের সি টেটে বসার জন্য পরীক্ষা ফি দিতে হলেও এই রাজ্যের পরীক্ষার্থীরা 2014 সাল থেকে বিনামূল্যে টেটে বসতে পারেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিনামূল্যে টেটে বসার সুবিধা করে দেওয়া হয় তখন থেকেই ।

ABOUT THE AUTHOR

...view details