কলকাতা, 26 অগস্ট: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নতুন মেডিক্যাল কাউন্সিল গঠনের প্রক্রিয়া শুরু হল । প্রকাশিত হল কাউন্সিলের নির্বাচনের প্রার্থী তালিকা (Medical Council Election Candidate List) ৷ সেখানে 14 জন প্রার্থীর নাম থাকলেও তালিকায় নাম নেই তৃণমূলের দুই হেভিওয়েট নেতা নির্মল মাঝি ও শান্তনু সেনের ৷
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 2 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 19 সেপ্টেম্বর থেকে ভোটারদের 'ভোটিং পেপার' পাঠানো হবে। 18 অক্টোবরের মধ্যে সেই 'ভোটিং পেপার' কাউন্সিলের দফতরে ফেরত পাঠাতে হবে। 19 অক্টোবর হবে ভোটগণনা। এর আগে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে নির্মলকে সরিয়ে ওই পদে বসানো হয়েছিল শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা চিকিত্সক সুদীপ্ত রায়কে। বর্তমান প্রার্থিতালিকায় নামও রয়েছে তাঁর। পাশাপাশি, তিনি আরজি কর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদেও রয়েছেন।