কলকাতা, 20 আগস্ট : ব্যাপক হারে কমেছে দেশি ও বিদেশি মদের বিক্রি । ক্ষতির মুখে মদ প্রস্তুতকারক সংস্থাগুলো । তাদের দাবি মেনে মদের উপর 30 শতাংশ কর কমাতে পারে পশ্চিমবঙ্গ সরকার । কোরোনা প্যান্ডেমিকের জেরে লক ডাউনের সময় বেশ কিছু দিন বন্ধ ছিল মদ বিক্রি । এর পর শর্তসাপেক্ষে খোলে দেশি ও বিদেশি মদের দোকান । সেই সময় মদের উপর 30 শতাংশ কর চাপায় রাজ্য সরকার ।
সূত্রের খবর ভারতে তৈরি বিদেশি মদ (IMFL) এবং বিদেশী মদের উপর ভ্যালোরেম ট্যাক্স (মূল্য অনুযায়ী) আরোপ করা হতে পারে । এর ফলে বিক্রি বাড়তে পারে । মদের নতুন দাম লাগু হয়েছিল 9 এপ্রিল ।