কলকাতা, 30 ডিসেম্বর: রাজ্যে করোনার তৃতীয় ঢেউ এর আশঙ্কা সত্যি করে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 2 হাজার 128 জন ৷ বুধবার এই সংখ্যা ছিল 1 হাজার 89 জন ৷ গত মঙ্গল ও সোমবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে 752 ও 439 জন ৷ পরিসংখ্যানেই পরিষ্কার বড়দিন মিটতেই রাজ্যে লাগামছাড়া হচ্ছে করোনা ৷ গত কয়েকদিনে প্রায় 4 গুণ বেড়েছে সংক্রমণ ৷ আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা ৷
এই পরিসংখ্যানেই বর্ষশেষে রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের সংকেত দেখছে স্বাস্থ্য ভবন (west bengal may face third wave of corona, health department worried) ৷ করোনার তৃতীয় ঢেউ রাজ্যের দোরগোড়ায় কড়া নাড়ছে, এমনটাই মনে করা হচ্ছে ৷ অভ্যন্তরীণ পর্যবেক্ষণে রাজ্যের স্বাস্থ্য কর্তারা মনে করছেন আর এক সপ্তাহের মধ্যে রাজ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ ৷ পরিস্থিতি এতটাই ভয়ানক হতে পারে যে দৈনিক সংক্রমণের সংখ্যা 30-35 হাজার হতে পারে ।