কলকাতা, 23 অগস্ট: গত দু‘-এক মাস আগেও কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধনা করেছিল । ভোটের ময়দানে জেপি নাড্ডা (J P Nadda) থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) অভিযোগ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গত পাঁচ বছরে রাজ্যের কোনও উন্নয়ন করেননি । তবে আজ সেই বিজেপি সরকারই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশংসায় পঞ্চমুখ । রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র যে ক্রমশই দেশসেরা হয়ে উঠছে, সে বিষয়ে খোদ সিলমোহর লাগাল কেন্দ্র । সম্প্রতি এনএফএইচএস 5 (NFHS-5)এর রিপোর্টে সে রকমই উল্লেখ রয়েছে ।
প্রত্যেক পাঁচ বছর অন্তর কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে একটি সমীক্ষা চালানো হয়, যার নাম ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (National Family Health Survey) বা এনএফএইচএস । সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট । যেটিতে বাংলাকে দেশের সেরা বলা হয়েছে । এনএফএইচএস 5-এর রিপোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সদ্যোজাতের মৃত্যুর হার হ্রাস, হাসপাতালে অর্থাৎ প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি, সরকারি ক্ষেত্রে প্রসবের খরচ কমানো ইত্যাদি বিষয়ে দেশসেরার দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ । গতবারের রিপোর্টেও বাংলার ফল এত ভাল ছিল না ।
আরও পড়ুন:Dilip Ghosh : "নতুন রাজ্যের পক্ষে সওয়াল করিনি", পৃথক রাজ্যের দাবি নস্যাৎ করলেন দিলীপ
রিপোর্টে বলা হয়েছে, গত পাঁচ বছরে বাংলায় সদ্যোজাতের মৃত্যুর হার 22 থেকে কমে 15.5 শতাংশে এসে নেমেছে । একইভাবে এনএফএইচএস-4-এর রিপোর্টে রাজ্যের প্রাতিষ্ঠানিক প্রসব 100র মধ্যে 75.2 ছিল । সেখানে 2019-20 অর্থবছরে সেই শতাংশ বেড়ে হয়েছে 91.7 । পাশাপাশি সরকারি হাসপাতালে প্রসবের হারও বেড়েছে । গতবারের রিপোর্টে হাসপাতালের প্রসবের হার ছিল 56.6 শতাংশ, এ বার তা বেড়ে হয়েছে 72.4 শতাংশ । একইসঙ্গে রিপোর্টে বাংলায় কন্যাভ্রুণ হত্যা যে কমেছে, সে বিষয়েও উল্লেখ করা হয়েছে । পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে হাজার পুত্র সন্তানের নিরিখে কন্যা সন্তান জন্মের হার 973 । যা আগের তুলনায় 13 শতাংশ বেড়েছে ।