কলকাতা, 10 জুন: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2022)৷ এ বছর পাশের হার 88.44 শতাংশ ৷ ছেলেদের পাশের হার 80 শতাংশ এবং মেয়েদের পাশের হার 86.58 শতাংশ । পরীক্ষা শেষ হওয়ার পর 44 দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE WB 12th exam)৷
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ ফলঘোষণা করে জানান, এ বছর পাশ করেছেন 6,36,875 জন ৷ পাশের হারে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর ৷ সেখানে পাশের হার 98.41 শতাংশ ৷ সাত জেলায় পাশের হার সবচেয়ে বেশি । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া প্রথম সাতে রয়েছে । কলকাতায় পাশের হার 87.49 শতাংশ ৷ এ বছর কোনও ফল অসম্পূর্ণ নেই ৷ সামনের বছরে হোম সেন্টারে পরীক্ষা হবে না বলে জানিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য ৷
আরও পড়ুন:HS Result 2022 Merit list: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় 272 জন, প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা