কলকাতা, 8 ডিসেম্বর: ঘোষিত হয়নি 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট । তবে ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে তৎপর হতে শুরু করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । আজ একটি বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে বলা হয়েছে, 22 জানুয়ারির মধ্যে 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নন-ল্যাব প্রোজেক্ট নোটবুক মূল্যায়ণ করে মার্কস ফয়েলে প্রাপ্ত নম্বর বসিয়ে সংসদের কাছে জমা করতে ।
রাজ্যের সকল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার উদ্দেশে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি। সেখানে বলা হয়েছে, সকলকে অনুরােধ করা যাচ্ছে যে, সকল পড়ুয়াদের কাছ থেকে 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার নন-ল্যাব প্রোজেক্ট নােটবুকগুলি সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে মূল্যায়ণের পর প্রোজেক্ট মার্কস ফয়েলে প্রাপ্ত নম্বর বসিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে 22 জানুয়ারি 2021 তারিখে মধ্যে জমা দিতে হবে। প্রোজেক্ট নােটবুকগুলি 5 থেকে 6 পৃষ্ঠার মধ্যে সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নন-ল্যাব প্রোজেক্টে প্রাপ্ত নম্বর জমার নির্দেশ সংসদের - পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নন-ল্যাব প্রোজেক্ট নোটবুক মূল্যায়ণ করে মার্কস ফয়েলে প্রাপ্ত নম্বর দিয়ে সংসদের কাছে জমা করতে হবে। আজ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই নির্দেশ পাঠাল উচ্চ মাধ্য়মিক বিদ্যালয়গুলিতে ৷ 22 জানুযারির মধ্যে তা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, 2021 সালের উচ্চমাধ্যমিকের এবং একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা সহ সম্পূর্ণ পরীক্ষাসূচিও সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে ৷
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
আরও পড়ুন : দাদা নয়, দিদির অনুগামী; ফিরহাদকে জানিয়ে গেলেন হলদিয়া পৌরসভার কাউন্সিলররা
পাশাপাশি, 2021 সালের উচ্চমাধ্যমিকের এবং একাদশ শ্রেণির ব্যবহারিক তথা প্র্যাকটিক্যাল পরীক্ষা সহ সম্পূর্ণ পরীক্ষাসূচি যথাসময়ে সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে। এমনই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।