কলকাতা, 1 জুলাই: তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর নতুন কর্মসংস্থান সৃষ্টিকে পাখির চোখ করেছে রাজ্য সরকার (Train for travel guide)। সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য । রাজ্যের প্রায় দশ হাজার বেকার ছেলেমেয়েকে প্রশিক্ষণ দেওয়া হবে । তাদের কমিউনিকেশন স্কিল, পর্যটকদের সঙ্গে আলাপ আলোচনার কৌশল বাড়ানো হবে (Utkarsh Bangla Scheme)।
বিভিন্ন পর্যটন ক্ষেত্র সম্পর্কে তথ্য সরবরাহ করে গাইড হিসেবে ঘষেমেজে তৈরি করে নেওয়া হবে তাঁদের । এরপর তাঁরা বিভিন্ন পর্যটন ক্ষেত্রে গাইড হিসেবে কাজ করবে । যদিও এই গাইডদের টাকা দেওয়ার দায়ভার সরকারের নেই । বিভিন্ন পর্যটন ক্ষেত্রে আসা মানুষেরাই এঁদের টাকা দেবে । আর এতেই এক ঢিলে দুই পাখি মারার কাজ হবে । স্থানীয় যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ যেমন করে দেবে এই প্রশিক্ষণ । একই সঙ্গে বিভিন্ন পর্যটন ক্ষেত্রে যাওয়া মানুষেরাও পাবে প্রশিক্ষিত গাইড । ফলে তাঁদের আর স্থানীয় টোটো বা অটোওয়ালাদের উপর নির্ভরশীল থাকতে হবে না ।
পর্যটন দফতরের এক আধিকারিকের কথায় এই মুহূর্তে পাইলট প্রজেক্ট হিসেবে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে 'উৎকর্ষ বাংলা'র মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে গাইডদের । যাঁরা পর্যটকদের সুষ্ঠুভাবে গাইড করে বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখাবেন । প্রয়োজনে তাঁরা যেমন পর্যটকদের কাছে ওই স্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরবেন, একইসঙ্গে কীভাবে কম খরচে পর্যটকরা ওই এলাকা ঘুরে আসতে পারেন সে বিষয়েও মানুষকে সাহায্য করবেন । ফলে আগামী দিনে দিঘা, মন্দারমণি বা তাজপুর প্রতিটি পর্যটন কেন্দ্রে পর্যটকরা চাইলেই পাবেন প্রশিক্ষিত গাইড । পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা, মন্দারমণি , তাজপুর , শংকরপুর, পাঁশকুড়ার ক্ষিরাইয়ের ফুলবাগান থেকে শুরু করে ময়নার রাজবাড়ি, তমলুক, মহিষাদল হলদিয়া, গেঁওখালি, পটাশপুর, ভগবানপুর, খেজুরি, দরিয়াপুরের কপালকুণ্ডলা – সহ জেলার সব দর্শনীয় স্থানে এসে পর্যটকদের উদ্দেশ্যবিহীন ভাবে ঘোরাঘুরি আর নয়, এ বার পর্যটক চাইলেই পেয়ে যাবেন প্রশিক্ষিত টুরিস্ট গাইড ।
আরও পড়ুন:রাজ্যে হচ্ছে সাইকেল হাব, 4টি সংস্থাকে 5 একর করে জমি দিল নবান্ন
দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে, এই মুহূর্তে শুধু পূর্ব মেদিনীপুরে এই প্রকল্প পাইলট প্রজেক্ট হিসেবে চালু হলেও আগামী দিনে রাজ্যের সর্বত্রই পর্যটক টানতে এই ব্যবস্থা করা হচ্ছে । মুকুটমণিপুর, শান্তিনিকেতন থেকে শুরু করে পলাশী সর্বত্রই আগামী দিনে থাকবে প্রশিক্ষণপ্রাপ্ত টুরিস্ট গাইড । এই প্রশিক্ষণের জন্য প্রাথমিক ভাবে জেলাশাসকের দফতরে আবেদন করতে হবে যুবক যুবতীদের । পর্যটন দফতর গোটা কর্মসূচির দায়িত্বে থাকলেও প্রশিক্ষণ দেওয়া হবে উৎকর্ষ বাংলার আওতায় । আর এর ফলে মনে করা হচ্ছে, আগামী দিনে সরকারের তরফ থেকে বিশাল খরচ না করেও একটা বড় অংশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে (West Bengal Govt to train youth for travel guide)।