কলকাতা, 13 জুলাই: স্বাস্থ্যসাথী কার্ডকে ঘিরে দেখা গিয়েছে একাধিক জটিলতা (Swasthya Sathi Card)। কিছুক্ষেত্রে অভিযোগ ওঠে বেসরকারি নানা হাসপাতাল এই কার্ড গ্রহণ করতে চায় না ৷ স্বাস্থ্যসাথীর আওতায় থাকা রোগীর চিকিৎসার টাকা মেটাতে অনেক সময় লাগছে বলেও অভিযোগ করে হাসপাতালগুলি ৷ তবে এ বার এই নিয়ে জটিলতা কাটাতে তৎপর হল রাজ্য সরকার (Mamata Banerjee)। গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপের মাধ্যমে সমস্যা দূর করার চেষ্টা করা হচ্ছে ৷
এত দিন স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা মেটানোর ক্ষেত্রে দু’টি পদ্ধতিই চালু ছিল - অ্যাশিয়োরেন্স ও ইনশিয়োরেন্স । তবে এ বার ইনশিয়োরেন্স মোডকে বাদ দিয়ে সম্পূর্ণ অ্যাশিয়োরেন্স মোড চালু করার পরিকল্পনা নিয়েছে নবান্ন । অর্থাৎ বিমা সংস্থাকে পাকাপাকি ভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জানানো হয়েছে যে, সরকার সরাসরি এ বার সেই টাকা মেটাবে ।