কলকাতা, 29 জুন:রাজ্য সরকারের বিভিন্ন দফতরে স্নাতকোত্তর যুবক-যুবতীদের ইন্টার্নশিপ করার সুযোগ করে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার (Internship Portal)। শীঘ্রই এই লক্ষ্যে একটি ‘পোর্টাল’ চালু হতে চলেছে । ইতিমধ্যেই এই পোর্টাল তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে (West Bengal Govt portal)। নবান্ন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে, আগামী 7 জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পোর্টালের উদ্বোধন করবেন । এ বার থেকে ইন্টার্নশিপ করতে আগ্রহী ছাত্রছাত্রীরা এই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে পারবেন । এই পোর্টালে আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীদের বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে (Internship in state projects)।
প্রসঙ্গত, গত 19 জুন মন্ত্রিসভার বৈঠকে স্নাতকোত্তর যুবক-যুবতীদের রাজ্যের বিভিন্ন দফতরে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার প্রস্তাবটি ছাড়পত্র পেয়েছে । সেখানে সিদ্ধান্ত হয়েছে স্নাতকস্তরে ন্যূনতম 60 শতাংশ নম্বর পেয়েছেন এমন ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন । জেনারেল ডিগ্রির পাশাপাশি পলিটেকনিক ও আইটিআইয়ের পড়ুয়ারাও ইন্টার্নশিপের জন্যে আবেদন করতে পারবেন । আবেদনকারীকে অবশ্যই রাজ্যের বাসিন্দা হতে হবে । আবেদনকারী যে এলাকার বাসিন্দা, নিকটবর্তী সরকারি অফিসেই ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে ।