পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Internship Portal: রাজ্যের বিভিন্ন দফতরে ইন্টার্নশিপের আবেদনের জন্য পোর্টাল, উদ্বোধন 7 জুলাই

রাজ্যের বিভিন্ন দফতরে ইন্টার্নশিপের আবেদনের জন্য পোর্টাল তৈরি হচ্ছে (Internship Portal)৷ তার উদ্বোধন হবে 7 জুলাই (West Bengal Govt portal)৷

Nabanna
নবান্ন

By

Published : Jun 29, 2022, 5:19 PM IST

কলকাতা, 29 জুন:রাজ্য সরকারের বিভিন্ন দফতরে স্নাতকোত্তর যুবক-যুবতীদের ইন্টার্নশিপ করার সুযোগ করে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার (Internship Portal)। শীঘ্রই এই লক্ষ্যে একটি ‘পোর্টাল’ চালু হতে চলেছে । ইতিমধ্যেই এই পোর্টাল তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে (West Bengal Govt portal)। নবান্ন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে, আগামী 7 জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পোর্টালের উদ্বোধন করবেন । এ বার থেকে ইন্টার্নশিপ করতে আগ্রহী ছাত্রছাত্রীরা এই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে পারবেন । এই পোর্টালে আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীদের বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে (Internship in state projects)।

প্রসঙ্গত, গত 19 জুন মন্ত্রিসভার বৈঠকে স্নাতকোত্তর যুবক-যুবতীদের রাজ্যের বিভিন্ন দফতরে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার প্রস্তাবটি ছাড়পত্র পেয়েছে । সেখানে সিদ্ধান্ত হয়েছে স্নাতকস্তরে ন্যূনতম 60 শতাংশ নম্বর পেয়েছেন এমন ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন । জেনারেল ডিগ্রির পাশাপাশি পলিটেকনিক ও আইটিআইয়ের পড়ুয়ারাও ইন্টার্নশিপের জন্যে আবেদন করতে পারবেন । আবেদনকারীকে অবশ্যই রাজ্যের বাসিন্দা হতে হবে । আবেদনকারী যে এলাকার বাসিন্দা, নিকটবর্তী সরকারি অফিসেই ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে ।

গোটা বিষয়টি শিক্ষা দফতরের তত্ত্বাবধানে হলেও, ইন্টার্নশিপের জন্য প্রার্থী বাছাই করবে মুখ্যসচিবের নেতৃত্বাধীন একটি বোর্ড । প্রতিবছর নিয়ম করে ছ’হাজার জনকে ইন্টার্ন হিসেবে বাছাই করা হবে । এই ইন্টার্নরা যতদিন সরকারি দফতরের কাজ করবেন ততদিন মাসে তাঁরা ছ’হাজার টাকা সাম্মানিক পাবেন । আপাতত এই ইন্টার্নশিপের মেয়াদ দু’বছর হলেও, ইচ্ছে করলে তারপরেও কাজ চালিয়ে যাওয়া যাবে । ইন্টার্নশিপ সফল ভাবে শেষ করা প্রার্থীরা সংশ্লিষ্ট দফতরে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকারও পাবেন ।

আরও পড়ুন:আইপিএসদের সমতুল্য সুযোগ সুবিধা পাবেন ডব্লিউবিপিএস আধিকারিকরাও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারের এই উদ্যোগের কথা ঘোষণার পর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে এই ইন্টার্নশিপ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে । নবান্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, আগামী 7 জুলাই থেকে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন দফতরে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা । আর কোনও সন্দেহ নেই মুখ্যমন্ত্রীর হাত দিয়েই এই ইন্টার্নশিপ প্রকল্পের জন্য তৈরি পোর্টালের উদ্বোধন হবে । সরকারের আশা, এর মাধ্যমে ছাত্রছাত্রীরা শিখবেন কী ভাবে বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণ করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details