পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jagdeep Dhankhar : গান্ধি জয়ন্তীতে রাজ্যকে খোঁচা, বাপুর আদর্শে শান্তি ও অহিংসার বার্তা রাজ্যপালের - টুইট

গান্ধি জয়ন্তীতে রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে তাঁর বার্তা, গণতন্ত্র এবং মানুষের সম্মান প্রস্ফুটিত করা দরকার ৷ যাতে ছড়িয়ে পড়া সমস্ত ভয় এবং হিংসাকে প্রতিহত করা যায় ৷

jagdeep dhankhar shout for peace and non-violence on gandhi jayanti
Jagdeep Dhankhar : গান্ধিজয়ন্তীতে রাজ্যকে খোঁচা, বাপুর আদর্শে শান্তি ও অহিংসার বার্তা রাজ্যপালের

By

Published : Oct 2, 2021, 1:48 PM IST

কলকাতা, 2 অক্টোবর :গান্ধি জয়ন্তীতে আবারও রাজ্যকে খোঁচা রাজ্যপালের ৷ রাজ্যে যে শান্তির বাতাবরণ নেই, আরও একবার সেকথা বুঝিয়ে দিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ শনিবার গান্ধি জয়ন্তী (Gandhi Jayanti) উপলক্ষে জাতির জনককে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি ৷ পরে সেই কর্মসূচির ভিডিয়ো টুইটারে পোস্ট করেন ধনকড় ৷ একইসঙ্গে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) মনে করিয়ে দেন, গান্ধির আদর্শ মেনে বিশ্বের সর্বত্রই শান্তি প্রতিষ্ঠা হওয়া জরুরি ৷

আরও পড়ুন :Gandhi Jayanti 2021 : বাপুর মন্ত্র লাখো মানুষকে শক্তি জোগায়, গান্ধি জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মোদির

পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধানের পদে বসার পর থেকেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়, তাঁর দল এবং তাঁর সরকারের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছন ধনকড় ৷ একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপি যখন রাজ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে সরব, ঠিক তখনই একই সুর শোনা গিয়েছে রাজ্যপালের গলাতেও ৷ এমনকী, সেই সময় ‘হিংসার শিকার’ মানুষের সঙ্গে দেখা করতে জেলা সফরেও গিয়েছেন রাজ্যপাল ৷

মাঝে কিছুদিন রাজ্য-রাজ্যপাল বিবাদে ছেদ পড়লেও গান্ধি জয়ন্তীতে আবারও তা নতুন করে চাগিয়ে তুললেন রাজ্যপাল স্বয়ং ৷ শনিবার গান্ধি জয়ন্তী নিয়ে দু’টি টুইট করেন ধনকড় ৷ একটিতে কেবলমাত্র এদিনের কর্মসূচির কথা উল্লেখ করা হয় ৷ তাতে জানা যায়, সস্ত্রীক জাতীর জনককে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন রাজ্যপাল ৷ গান্ধি মূর্তি পাদদেশে আয়োজিত সেই অনুষ্ঠানের ভিডিয়োও পোস্ট করেন তিনি ৷

আরও পড়ুন :PAC Issue : বিধানসভার কাজে হস্তক্ষেপ বরদাস্ত নয়, পিএসি নিয়ে রাজ্যপালের চিঠির জবাব বিমানের

তবে এই টুইটের প্রায় চার ঘণ্টা আগে আরও একটি টুইট করেছিলেন রাজ্যপাল ৷ তাতে তিনি লেখেন, ‘‘2021 সালের গান্ধি জয়ন্তীতে বাপুকে শ্রদ্ধার্ঘ্য ৷ তাঁর আদর্শ মেনে সর্বত্র শান্তি এবং অহিংসা প্রতিষ্ঠিত করতে হবে ৷ যা বিশ্বের সর্বত্রই প্রযোজ্য ৷’’ একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে ধনকড় লেখেন, ‘‘গণতন্ত্র এবং মানুষের সম্মান প্রস্ফুটিত করা দরকার ৷ যাতে ছড়িয়ে পড়া সমস্ত ভয় এবং হিংসাকে প্রতিহত করা যায় ৷’’ রাজ্যপাল যে এখনও ভোট পরবর্তী হিংসার তত্ত্ব থেকে এতটুকুও সরেননি, তাঁর এদিনের টুইটই তার প্রমাণ ৷ এখন দেখার, রাজ্যের তরফে এর কোনও জবাব আসে কি না ৷

ABOUT THE AUTHOR

...view details