পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jagdeep Dhankhar : রাজভবনে শুভেন্দু-সাক্ষাতের পর রাতেই দিল্লি যাচ্ছেন ধনকড়

মঙ্গলবার দুপুরে রাজভবনে শুভেন্দু অধিকারী ও কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসীর সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তার পর আজ রাতে তাঁর দিল্লি যাওয়ার কথা ৷ দু’দিনের সফরে তিনি দিল্লি যাচ্ছেন বলে জানা গিয়েছে ৷

west-bengal-governor-jagdeep-dhankhar-going-to-delhi-tonight
Jagdeep Dhankhar : রাজভবনে শুভেন্দু-সাক্ষাতের পর রাতেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল ধনকড়

By

Published : Aug 10, 2021, 3:50 PM IST

কলকাতা, 10 অগস্ট : আবার দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ আজ রাতেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন ৷ এবার তাঁর দু’দিনের সফর ৷ সংবাদসংস্থা এএনআই-এর তরফে টুইট করে এই তথ্য জানানো হয়েছে ৷

তবে তিনি এবারের সফরে কাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তা জানা যায়নি ৷ তবে তাৎপর্যপূর্ণভাবে তিনি এদিন রাজভবনে দেখা করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে ৷ তার পরই তাঁর দিল্লি সফর ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷

আরও পড়ুন :Suvendu on Woman Tortured : পুলিশ কি সামনে দাঁড়িয়ে থেকে রেপ করিয়েছিল, প্রশ্ন শুভেন্দুর

এদিন রাজ্যপালের টুইটার হ্যান্ডেল থেকে দু’টি টুইট করা হয় ৷ তার একটিতে জানানো হয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি ৷ সেখানে শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুরের মেচেদার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে পরিচয় করানো হয় ৷

পরে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ সেখানে দেখা যাচ্ছে রাজভবনে রাজ্যপালের সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী ৷ আর রয়েছেন বেশ কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসী ৷ টুইটে দাবি করা হয়েছে যে ওই সন্ন্যাসীরা তাঁর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের খেলা হবে দিবসের দিন পরিবর্তন করার আর্জি নিয়ে গিয়েছেন ৷ কারণ, 1946 সালের 16 অগস্ট গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ঘটনা ঘটেছিল, তাই ওই দিনটিকে খেলা হবে দিবস না করার আর্জি জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন :Mamata-Abhishek : অভিষেকের বিমানে চার-পাঁচজন গুন্ডা পাঠানো হচ্ছে, অভিযোগ মমতার

স্বাভাবিকভাবে তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে এই নিয়ে কী কোনও আলোচনা করতে দিল্লি যেতে হচ্ছে জগদীপ ধনকড়কে ? তিনি কি এবারও দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে ? তিনি কি রাজ্যের নামে আবারও কোনও অভিযোগ করতে যাচ্ছেন ? নাকি দিল্লি থেকেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে ?

প্রসঙ্গত, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিকবার দিল্লি গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে গিয়ে তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind), অমিত শাহ-সহ একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করেছেন ৷ পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন :Mamata Banerjee: টিকা বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে মোদিকে ফের চিঠি মমতার

আবার তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরানো হতে পারে বলে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে ৷ তাঁর বিরুদ্ধে হাওয়ালা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে সরানোর দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) একাধিকবার চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী ৷ ফলে সেই নিয়ে তাঁর এবারের দিল্লি সফর কি না, সেই জল্পনাও তৈরি হয়েছে ৷

এখন দেখার কী উদ্দেশ্যে রাজ্যপাল দিল্লি চললেন ! আর সেখানে তিনি কার কার সঙ্গে দেখা করেন ৷

আরও পড়ুন :PAC Meeting : পিএসির প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল রায়, কটাক্ষ শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details