কলকাতা, 10 অগস্ট : আবার দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ আজ রাতেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন ৷ এবার তাঁর দু’দিনের সফর ৷ সংবাদসংস্থা এএনআই-এর তরফে টুইট করে এই তথ্য জানানো হয়েছে ৷
তবে তিনি এবারের সফরে কাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তা জানা যায়নি ৷ তবে তাৎপর্যপূর্ণভাবে তিনি এদিন রাজভবনে দেখা করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে ৷ তার পরই তাঁর দিল্লি সফর ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷
আরও পড়ুন :Suvendu on Woman Tortured : পুলিশ কি সামনে দাঁড়িয়ে থেকে রেপ করিয়েছিল, প্রশ্ন শুভেন্দুর
এদিন রাজ্যপালের টুইটার হ্যান্ডেল থেকে দু’টি টুইট করা হয় ৷ তার একটিতে জানানো হয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি ৷ সেখানে শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুরের মেচেদার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে পরিচয় করানো হয় ৷
পরে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ সেখানে দেখা যাচ্ছে রাজভবনে রাজ্যপালের সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী ৷ আর রয়েছেন বেশ কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসী ৷ টুইটে দাবি করা হয়েছে যে ওই সন্ন্যাসীরা তাঁর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের খেলা হবে দিবসের দিন পরিবর্তন করার আর্জি নিয়ে গিয়েছেন ৷ কারণ, 1946 সালের 16 অগস্ট গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ঘটনা ঘটেছিল, তাই ওই দিনটিকে খেলা হবে দিবস না করার আর্জি জানিয়েছেন তাঁরা ৷
আরও পড়ুন :Mamata-Abhishek : অভিষেকের বিমানে চার-পাঁচজন গুন্ডা পাঠানো হচ্ছে, অভিযোগ মমতার