পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jagdeep Dhankhar: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধনকড়, কৃতজ্ঞতা এইমস-কে

শারদোৎসব চলাকালীন সস্ত্রীক উত্তরবঙ্গে ছুটি কাটাচ্ছিলেন ধনকড় ৷ সম্প্রতি সেখান থেকে সটান দিল্লি উড়ে যান ৷ তার পর আচমকাই তাঁর জ্বর আসে ৷ চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করতে দেখা যায়, ম্যালেরিয়ায় সংক্রমিত হয়েছেন তিনি ৷

west-bengal-governor-jagdeep-dhankhar-discharged-from-delhi-aiims-after-being-diagnosed-with-malaria
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধনকড়

By

Published : Oct 28, 2021, 12:37 PM IST

নয়াদিল্লি, 28 অক্টোবর : হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সম্প্রতি ম্যালেরিয়ায় আক্রান্ত হন তিনি । গত সোমবার ভর্তি হন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) । বৃহস্পতিবার সেখান থেকে ছাড়া পেলেন তিনি ।

আরও পড়ুন:Alapan Bandyopadhyay : আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠির উৎস শরৎ বোস রোডের পোস্ট অফিস

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এ দিন হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানান ধনকড় । টুইটারে লেখেন, ‘দিল্লি এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া এবং চিকিৎসক নীরজ নিশ্চলের কাছে আমি কৃতজ্ঞ । আমার শারীরিক সমস্যাগুলি খুঁটিয়ে দেখেছেন । সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছি । এইমস-এর চিকিৎসক এবং নার্সদের পেশাদারিত্ব সত্যিই প্রশংসনীয় ।’

আরও পড়ুন:Weather Forecast : বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গের, আগামী 24 ঘণ্টায় ভিজতে পারে উপকূলের জেলাগুলি

শারদোৎসব চলাকালীন সস্ত্রীক উত্তরবঙ্গে ছুটি কাটাচ্ছিলেন ধনকড় ৷ সম্প্রতি সেখান থেকে সটান দিল্লি উড়ে যান ৷ তার পর আচমকাই তাঁর জ্বর আসে ৷ চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করতে দেখা যায়, ম্যালেরিয়ায় সংক্রমিত হয়েছেন তিনি ৷ দিল্লির বঙ্গভবনে প্রথমে চিকিৎসা শুরু হয় তাঁর ৷ পরে স্থানান্তরিত করা হয় এইমস-এ ৷ সেখানে তাঁকে দেখতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

ABOUT THE AUTHOR

...view details