কলকাতা, 21 নভেম্বর : রেলকে ফের চিঠি দিল রাজ্য । মূলত যাত্রী সমস্যা এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টি মাথায় রেখে ফের রেলকে চিঠি দিল নবান্ন । আগামী সপ্তাহের শুরুতেই এই বিষয় নিয়ে বৈঠকের সম্ভাবনা প্রবল।
রুজি-রুটির প্রয়োজনে শহরতলির মানুষ কলকাতায় আসেন প্রতিদিন । তাঁদের কথা ভেবেই লোকাল ট্রেন চালানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছিল নবান্ন । মূলত তাঁদের জন্যই এই চিঠি দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর । রেল পরিষেবাকে আরও বিস্তৃত করতেই এই চিঠি দেওয়া হয়েছে । হাওড়া ও শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেন চালু হলেও এখনও পর্যন্ত বেশ কয়েকটি জেলাকে কলকাতার সঙ্গে সংযুক্ত করেনি রেল । সেটা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে । হাওড়া এবং শিয়ালদা ডিভিশন ছাড়াও রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কলকাতাকে যুক্ত করতে চাইছে রাজ্য সরকার । সেই সূত্র ধরেই এই চিঠির বলে নবান্ন সূত্রে খবর ।