পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Covid Restrictions Withdrawn : রাজ্য থেকে উঠল করোনা বিধি, বহাল মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার - WB Government is withdrawing Covid Restrictions

2020 সালে রাজ্যে জারি হয়েছিল করোনা বিধিনিষেধ (Covid Restrictions in West Bengal) ৷ বৃহস্পতিবার শেষ হচ্ছে সেই বিধিনিষেধের মেয়াদ ৷

corona restrictions in bengal
রাজ্য থেকে উঠল করোনা বিধি, পরামর্শ মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের

By

Published : Mar 31, 2022, 7:07 PM IST

Updated : Mar 31, 2022, 7:43 PM IST

কলকাতা, 31 মার্চ :রাজ্য থেকে করোনা বিধিনিষে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (WB Government is withdrawing Covid Restrictions) ৷ বৃহস্পতিবার নবান্ন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে ৷ আজ অর্থাৎ 31 মার্চ পর্যন্ত রাজ্যে করোনা বিধি জারি থাকবে বলে আগেই জানিয়েছিল সরকার ৷ কিন্তু এরপর এই বিধিনিষেধের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ ফলে শুক্রবার 1 এপ্রিল থেকেই উঠে যেতে চলেছে করোনা বিধি ৷ 2020 সালে করোনা সংক্রমণের কারণে বিপর্যয় মোকাবিলা আইন 2005 ও পশ্চিমবঙ্গ মহামারি আইন-এর আওতায় এই বিধিনিষেধ জারি হয়েছিল ৷ অবশেষে তা উঠছে ৷ তবে, সংক্রমণ এড়াতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ৷

নবান্নের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, গত কয়েক দিন ধরে টানা নিম্নমুখী রয়েছে রাজ্যের করোনা গ্রাফ ৷ এমনকি লাগাতার কয়েকদিন রাজ্যে করোনা সংক্রমণের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেনি । কমেছে পজিটিভিটি রেটও ৷ এই অবস্থায় সামগ্রিক পরিস্থিতি বিচার করে করোনা বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এমনকি রাত্রিকালীন বিধিনিষেধও পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে । এতদিন পর্যন্ত বিপর্যয় মোকাবিলা আইন 2005 ও পশ্চিমবঙ্গ মহামারি আইন অনুসারে এই বিধিনিষেধ জারি ছিল । এই আইন অনুসারেই কখনও লকডাউন হয়েছে, আবার কখনও তা তুলে নেওয়া হয়েছে, আবার কখনও রাত্রিকালীন বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়েছে ৷ বন্ধ রাখা হয়েছে ট্রেন, যানবাহন চলাচল । বন্ধ থেকেছে হোটেল, রেস্তোঁরা, সেলুন, সিনেমা হল-থিয়েটার, পার্ক, সুইমিং পুল, জিম, পর্যটন কেন্দ্র, শপিং মল ৷ কখনও বিধিনিষেধ শিথিল করা হয়েছে ৷ এদিন তা সম্পূর্ণ প্রত্যাহার করা হল ৷ লাগাতার প্রায় দু'বছর ধরে করোনা বিধিনিষেধ মানতে হয়েছে রাজ্যবাসীকে ।

রাজ্যের জারি করা নির্দেশিকা

আরও পড়ুন : কমল সংক্রমণ, টানা 8 দিন করোনায় মৃত্যুহীন বঙ্গ

এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের আপৎকালীন ব্যবস্থাপক কর্তৃপক্ষের অধীন কার্যনির্বাহী কমিটির উপদেশকে মান্যতা দিয়ে আপৎকালীন ব্যবস্থা আইন 2005 ও পশ্চিমবঙ্গ মহামারি আইন, কোভিড-19 বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে । যদিও পরিস্থিতির পরিবর্তন হলে রাজ্যে ফের বিধিনিষেধ লাগু হতে পারে বলে নবান্ন থেকে জানানো হয়েছে । এদিন মধ্যরাত থেকেই উঠে গেল বিধিনিষেধ ৷

Last Updated : Mar 31, 2022, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details