পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Skoch Silver Award: স্কচ সিলভার অ্যাওয়ার্ড পেল রাজ্যের উৎসশ্রী পোর্টাল

স্কচ সিলভার অ্যাওয়ার্ড পেল রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল (West Bengal State Government Utshashree Portal) ৷ শিক্ষক বদলিতে সরলীকরণ আনতে এই পোর্টাল করেছিল রাজ্য সরকার ৷ সেই প্রকল্পের সাফল্যের জন্যই এই পুরস্কার পেয়েছে রাজ্য সরকার (Utshashree Portal Gets Skoch Silver Award) ৷

west-bengal-state-government-utshashree-portal-gets-skoch-silver-award
west-bengal-state-government-utshashree-portal-gets-skoch-silver-award

By

Published : Oct 16, 2022, 11:10 PM IST

কলকাতা, 16 অক্টোবর: রাজ্যের মুকুটে আবার নতুন পালক ৷ জাতীয় ক্ষেত্রে মমতা সরকারের প্রকল্প পেল সেরা স্বীকৃতি ৷ রাজ্য সরকারের শিক্ষকদের বদলির জন্য চালু হয়েছিল উৎসশ্রী পোর্টাল (West Bengal State Government Utshashree Portal) ৷ এ বার সেই পোর্টালের জন্যই মিলল স্কচ সিলভার পুরস্কার (Utshashree Portal Gets Skoch Silver Award) ৷ একুশের বিধানসভা নির্বাচনের পর শিক্ষক শিক্ষিকাদের বদলি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও দ্রুত বদলির প্রক্রিয়া সম্পন্ন করতে উৎসশ্রী পোর্টাল চালু করে রাজ্য সরকার ৷

ইতিমধ্যে এই পোর্টালের মাধ্যমে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষকদের মিউচ্যুয়াল, জেনারেল ও স্পেশাল গ্রাউন্ডে বদলি হয়েছে ৷ সবমিলিয়ে 30 হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা এই পোর্টালের মাধ্যমে সুফল পেয়েছেন ৷ এর আগে কোনও শিক্ষক বা শিক্ষিকাকে বদলির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হত ৷ বিভিন্ন জায়গায় তদ্বির করতে হত ৷

আরও পড়ুন:সিএবি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি সৌরভের

এখন সেই সব ঝামেলা থেকে মুক্ত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা ৷ উৎসশ্রী পোর্টালে আবেদন করলেই হবে ৷ মোটের উপর এই ব্যবস্থা বদলির প্রক্রিয়াতে শুধু স্বচ্ছতা এনেছে তাই নয়, একই সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের হয়রানি অনেকটা কমিয়েছে ৷ আর এ বার রাজ্য সরকারের সেই ব্যবস্থাকেই দেওয়া হল স্কচ সিলভার অ্যাওয়ার্ড ৷

ABOUT THE AUTHOR

...view details