কলকাতা, 16 অক্টোবর: রাজ্যের মুকুটে আবার নতুন পালক ৷ জাতীয় ক্ষেত্রে মমতা সরকারের প্রকল্প পেল সেরা স্বীকৃতি ৷ রাজ্য সরকারের শিক্ষকদের বদলির জন্য চালু হয়েছিল উৎসশ্রী পোর্টাল (West Bengal State Government Utshashree Portal) ৷ এ বার সেই পোর্টালের জন্যই মিলল স্কচ সিলভার পুরস্কার (Utshashree Portal Gets Skoch Silver Award) ৷ একুশের বিধানসভা নির্বাচনের পর শিক্ষক শিক্ষিকাদের বদলি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও দ্রুত বদলির প্রক্রিয়া সম্পন্ন করতে উৎসশ্রী পোর্টাল চালু করে রাজ্য সরকার ৷
ইতিমধ্যে এই পোর্টালের মাধ্যমে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষকদের মিউচ্যুয়াল, জেনারেল ও স্পেশাল গ্রাউন্ডে বদলি হয়েছে ৷ সবমিলিয়ে 30 হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা এই পোর্টালের মাধ্যমে সুফল পেয়েছেন ৷ এর আগে কোনও শিক্ষক বা শিক্ষিকাকে বদলির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হত ৷ বিভিন্ন জায়গায় তদ্বির করতে হত ৷