কলকাতা, 3 ডিসেম্বর :যত দ্রত সম্ভব করোনা টিকার বুস্টার ডোজের (Covid Booster Dose) ট্রায়াল শুরু করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government on Covid Booster Dose) ৷ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রগুলিতে কীভাবে এই টিকাকরণ চালু করা যায়, তাও খতিয়ে দেখছে সরকার ৷ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক এমনটাই জানিয়েছেন ৷
Covid Booster Dose : কলকাতায় দ্রুত বুস্টার ডোজের ট্রায়াল শুরুর পরিকল্পনা রাজ্যের
ওমিক্রন আতঙ্কের মধ্যেই কলকাতায় দ্রুত করোনা টিকার বুস্টার ডোজের (Covid Booster Dose) ট্রায়াল শুরু করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government on Covid Booster Dose) ৷ তিনটি সরকারি হাসপাতাল-সহ ছ’টি চিকিৎসাকেন্দ্র এই বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে ৷
ওই স্বাস্থ্য আধিকারিকের দাবি, এখনও পর্যন্ত ছ’টি হাসপাতাল এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ৷ তাদের তরফে জানানো হয়েছে, তারা শহরবাসীকে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়ায় সামিল হতে চায় ৷ প্রসঙ্গত, প্রাথমিকভাবে কলকাতা মহানগরেই বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরুর পরিকল্পনা করেছে রাজ্যের সরকার ৷ সেই মতোই সবকিছু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ স্বাস্থ্য দফতরের এই আধিকারিক এই প্রসঙ্গে বলেন, ‘‘শহরে কোথায় কোথায় বুস্টার ডোজ দেওয়া সম্ভব, আমরা তা খতিয়ে দেখছি ৷ আমরা এই জায়গাগুলি থেকেই ট্রায়াল শুরু করতে চাই ৷’’
এখনও পর্যন্ত তিনটি সরকারি হাসপাতালের তরফ থেকে করোনার বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে ৷ এই হাসপাতালগুলি হল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ এই প্রসঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই এ নিয়ে ডিসিজিআই (Drugs Controller General of India)-কে চিঠি পাঠিয়েছি ৷ আশা করি, তাদের পক্ষ থেকে ইতিবাচক জবাবই পাব ৷ প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী তথা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই বুস্টার ডোজ দেওয়া হবে ৷ এর জন্য এই ক্ষেত্র থেকে প্রায় 600 জনকে চিহ্নিত করা হয়েছে ৷’’