পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Independence Day 2022: স্বাধীনতা দিবসে 12 পুলিশ কর্তাকে সম্মান জানাবে রাজ্য, তালিকায় কারা ? - Government to honour cops

স্বাধীনতা দিবসে (Independence Day 2022) 12 পুলিশ কর্তাকে সম্মান জানাবে রাজ্য সরকার (West Bengal Government)৷ করোনাকালে নিঃস্বার্থ ভাবে কাজ করার জন্য ওই পুলিশ আধিকারিকদের পদক প্রদান করা হবে ৷

West Bengal Government to honour 12 cops on Independence Day
স্বাধীনতা দিবসে 12 পুলিশ কর্তাকে সম্মান জানাবে রাজ্য, তালিকায় কারা ?

By

Published : Aug 12, 2022, 12:03 PM IST

কলকাতা, 12 অগস্ট:করোনাকালে গত দুবছর জীবন হাতে নিয়ে কাজ করেছেন পুলিশ কর্মীরা (West Bengal Government)। তাঁদের নিঃস্বার্থ ভাবে কাজের জন্য এ বার স্বাধীনতা দিবসে (Independence Day 2022) 12 জন পুলিশ কর্তাকে সম্মানিত করবে রাজ্য সরকার । 15 অগস্ট রেড রোডের কুচকাওয়াজে রাজ্য সরকারের তরফ থেকে এই আধিকারিকদের পদক প্রদান করা হবে ।

এখনও পর্যন্ত যা খবর তাতে আউটস্ট্যান্ডিং এবং কমেন্ডেবল এই দুই বিভাগে পুরস্কৃত করা হবে পাঁচ জন এবং সাতজন আইপিএস আধিকারিককে (Government to honour cops)। আউটস্ট্যান্ডিং বিভাগে যাঁরা পুরস্কৃত হবেন তাঁরা হলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, এ ডিজি সিআইডি আর রাজশেখরণ, সিপি হাওড়া প্রবীণ কুমার ত্রিপাঠী, আইজি বাঁকুড়া রেঞ্জ সুনীল কুমার চৌধুরী এবং ডিসি হেডকোয়ার্টার বিধাননগর দেবস্মিতা দাস ।

আরও পড়ুন:নাশকতার ছক লস্কর-জইশের ! স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে হাই অ্যালার্ট, সতর্ক লালবাজারও

অন্যদিকে কমেন্ডেবল বিভাগে পুলিশ পদক পাচ্ছেন যে 7 পুলিশ আধিকারিক তাঁরা হলেন ডিআইজি বর্ধমান রেঞ্জ অলোক রাজোরিয়া, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ রশিদ মুনির খান, আভাড়ু রবীন্দ্রনাথ, ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার, ডিসি সাউথ আকাশ মাঘারিয়া, জয়িতা ঘোষ ও এসপি পূর্ব বর্ধমান কামনাশিস সেন ।

রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন সূত্রে যেটুকু জানা যাচ্ছে, যে তালিকা নবান্নের তরফ থেকে মঞ্জুর করা হয়েছে, তাতে রয়েছেন 7 জন রাজ্য পুলিশের অফিসার । তিনজন কলকাতা পুলিশের কর্মরত । একজন করে আধিকারিক হাওড়া এবং বিধাননগর কমিশনারাটে কর্মরত ।

ABOUT THE AUTHOR

...view details