কলকাতা, 18 এপ্রিল : লকডাউনের মেয়াদ বৃদ্ধি হলেও কমছে না কোরোনা ভাইরাসের সংক্রমণ । তাই রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য । পাশাপাশি তিনি মন্তব্য করেন, রাজ্য সরকার তথ্য গোপন করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে । একইসঙ্গে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস সংলগ্ন ধাপায় কাদের দেহ দাহ করা হয়েছে তা নিয়েও মুখ্যমন্ত্রীর জবাব চেয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য । তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মেনে রাজ্য সরকারের পদক্ষেপ করা উচিত ।"
আজ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন । কীভাবে কোরোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে আলোচনা হয় বিস্তর । এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের হটস্পট চিহ্নিত এলাকাগুলির কংগ্রেস নেতৃত্বও । বৈঠক শেষে প্রদীপ ভট্টাচার্য জানান, রাজ্যের যে পরিস্থিতি তাতে উদ্বেগ আরও বৃদ্ধি হচ্ছে । ক্রমশ কোরোনা সংক্রমণ রাজ্যে বিস্তৃত হচ্ছে । হাওড়ায় ব্যাপকভাবে এই রোগের সংক্রমণ ছড়িয়ে পড়েছে । অনেক আগে থেকেই রাজ্য সরকারকে সচেতন করেছিল প্রদেশ কংগ্রেস । শারীরিক পরীক্ষা -নিরীক্ষার জন্য একাধিকবার রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল । কোরোনা পরীক্ষার জন্য যে কিটের দরকার তা না থাকায় রাজ্যে যথাযথভাবে নমুনা পরীক্ষা করা যায়নি ।